ভারত সফরে এসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল শোচনীয় ব্য়াটিং পারফরম্যান্স মেলে ধরেছে। প্রথম টেস্টে ভারত দুই ইনিংসে ব্য়াটিং করলেও, দ্বিতীয় টেস্টে কোহলিদের দ্বিতীয় ইনিংসে ব্য়াটিংই করতে হয়নি। তাই এবার প্রোটিয়াজদের ব্য়াটিং ব্যর্থতা নিয়ে হালকা রসিকতা করলেন হরভজন সিং। সরাসরি জন্টি রোডসকে বলে দিলেন, অবসর ভেঙে তিনি যেন ক্রিকেটে ফিরে আসেন দেশের স্বার্থে।
রাঁচিতে শনিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে ভারত সিরিজ দখল করে নিয়েছে। এমন অবস্থায় জন্টি রোডসকে দেখা গেল, একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে মুম্বইতে। নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করলেন তিনি। ক্যাপশনে সর্বকালের সর্বেসেরা ফিল্ডার লিখলেন, "আইকনিক মেহবুব স্টুডিওতে শ্যুটিংয়ের জন্য হলেও সবুজ সোনালি জার্সি পুনরায় গায়ে চাপাতে পেরে ভাল লাগছে।" এরপরে তিনি হ্যাশট্যাগে জুড়ে দেন জোড়া শব্দবন্ধনী মুম্বইয়ে মেহবুব স্টুডিও এবং স্টিল ফ্লাইং।
জন্টি রোডসের এই পোস্টেই টিপ্পনি কেটে ভাজ্জি লিখেছিলেন, "তুমি কি রাঁচি টেস্টে নামতে পারবে? দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে জন্টিকে প্রয়োজন।" তবে জন্টিও জবাব দিয়েছেন। বলেছেন, "আমার থেকেও ওদের এটা বেশি প্রয়োজন।"
ডুপ্লেসিসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকান দল এই মুহূর্তে রীতিমতো সমস্যায়। সীমিত ওভারের ক্রিকেটের পরে টেস্টেও রীতিমতো বেকায়দায় তাঁরা। বিশাখাপত্তনম ও পুণে দুই টেস্টেই জয় পেয়েছে ভারত। তৃতীয় টেস্টে আবার চোট পেয়ে ছিটকে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা মারক্রাম। পুণেতে প্রোটিয়াজদের হারিয়ে ভারত ঘরের মাঠে টানা ১১তম সিরিজ জয় সম্পন্ন করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে ভারত। চার ম্য়াচে খেলার পরে ভারতের পয়েন্ট ২০০। অক্টোবরের ১৯ তারিখে রাঁচিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সেই টেস্টে কী ঘুরে দাঁড়াতে পারবেব ভাঙাচোরা দক্ষিণ আফ্রিকা, সেটাই দেখার।