PV Sindhu Marriage, Date, Venue, Husband Name, Reception: দুইবারের অলিম্পিকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ২২ ডিসেম্বর উদয়পুরে বিয়ে করছেন। তিনি হায়দরাবাদের ভেঙ্কটা দত্ত সাইকে বিয়ে করতে চলেছেন। ভেঙ্কটা দত্ত সাই, পসিডেক্স টেকনোলজিসের একজন নির্বাহী পরিচালক। তাঁর কোম্পানির নতুন লোগো পিভি সিন্ধু গত মাসেই উদ্ধোধন করেছেন। সাই পসিডেক্স টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জিটি ভেঙ্কটেশ্বর রাওয়ের ছেলে। সিন্ধুর বাবা পিভি রমনা পিটিআইকে জানিয়েছেন, 'দুই পরিবার একে অপরকে চিনত। কিন্তু, মাত্র একমাস আগে সবকিছু চূড়ান্ত হয়েছে।'
সিন্ধুর হবু স্বামী, ফাউন্ডেশন অফ লিবারেল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন থেকে লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস বা লিবারেল স্টাডিজে ডিপ্লোমা করেছেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাম ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) করেছেন। এর পরে, তিনি ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাই-এর লিংকডইন প্রোফাইলে তাঁর কর্মজীবনের কথা বিস্তৃত বলা আছে। তিনি জেএসডব্লিউ থেকে যাত্রা শুরু করেন। এরপর সোর অ্যাপল অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি পসিডেক্সে যোগ দেন। পরিবার সূত্রে খবর, পিভি সিন্ধুর বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানগুলো ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। এই ব্যাপারে সিন্ধুর বাবা বলেছেন, 'এই সময়টাই একমাত্র ফাঁকা আছে। কারণ, তারপর জানুয়ারি থেকে ও ব্যস্ত হয়ে পড়বে। সেই কারণেই দুই পরিবার ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানটা করার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে সংবর্ধনা অনুষ্ঠান হবে। পরের মরশুমের জন্য সিন্ধু তারপর থেকেই প্রশিক্ষণ শুরু করতে চায়।'
পরিবার সূত্রে জানানো হয়েছে, জানুয়ারিতেই ফের কোর্টে ফিরবেন সিন্ধু। রবিবারই তিনি সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছেন। ২৮ মাস পর কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। তাঁর হবু স্বামী জেসডব্লিউ সূত্রে আইপিএলের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে, তিনি যেহেতু সংস্থার পিছন থেকে কাজ করেন, তাই তেমন একটা পরিচিত মুখ নন। ২০১৬ সালের অলিম্পিকে সিন্ধু রুপো জিতেছিলেন। ২০১৭ সালে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন। ২০২০ সালের অলিম্পিকে তিনি ব্রোঞ্জ জয় করেন।