Advertisment

ফ্রান্সে জয়জয়কার হরভজনের! আইপিএলের মাঝেই পেলেন দারুণ সুসংবাদ

ডক্টরেট উপাধি পেলেন হরভজন সিং। আইপিএলের মাঝেই বিরাট সুসংবাদ পেলেন জাতীয় দলের প্রাক্তন তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্রিকেটে জগৎ জোড়া সাফল্য। সেই সাফল্যকে কুর্নিশ জানাতেই এবার ইকোলে সুপিরিয়র রবার্ট দে সর্বর্ন বিশ্ববিদ্যালয়ের তরফে স্পোর্টসে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করা হল হরভজন সিংকে। সম্প্রতি এক কনভোকেশন অনুষ্ঠানে সেই সম্মান দেওয়া হল ভাজ্জিকে। দুর্ভাগ্যবশত, আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে ব্যস্ত থাকায় ৪১ বছরের তারকা ফ্রান্সে উপস্থিত থাকতে পারেননি।

Advertisment

ফ্রান্সের সরবর্ন বিশ্ববিদ্যালয়ের তরফে বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্বদের ডক্টরেট উপাধি দেওয়া হয়। ফরাসি ইউনিভার্সিটির তরফে বেনজির সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ভাজ্জি।

আরও পড়ুন: উইলিয়ামসন নন, কেন মনীশ পান্ডে হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন! মুম্বই ম্যাচে ফাঁস রহস্য

ক্রিকেট.কম-কে হরভজনকে বলে দিয়েছেন, "যদি কোনও সংস্থা সম্মান প্রদর্শন করে, তাহলে বিনয়ের সঙ্গে সেই সম্মান গ্রহণ করা উচিত। এতদিন ধরে ক্রিকেট খেলার পরে সমর্থকদের উপচে পড়া ভালোবাসা নিয়ে এগিয়েছি। সেই জন্যই আমাকে ডক্টরেট প্রদান করা হয়েছে। ভীষণই সম্মানিত বোধ করছি।"

ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস এসোসিয়েশনসের ভাইস প্রেসিডেন্ট হরচরণ সিং রানাউতা ফ্রান্সের বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে হরভজনের নাম প্রস্তাব করেন। হরভজন কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, "সরবর্নের প্রেসিডেন্ট ডক্টর জন থমাস প্যারাডে, সরবর্ন ইন্টারন্যাশনাল কনভোকেশনের চেয়ারম্যান ডক্টর বিবেক চৌধুরি এবং মুকেশ ত্যাগীকে ধন্যবাদ জানাতে চাই।"

আরও পড়ুন: ঈশানের ব্যাটে অগ্নুৎপাত! ১৬ বলে ফিফটিতে ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড

নব্বইয়ের দশকের শেষের দিকে হরভজন জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান। বিশ্বক্রিকেটে লাইমলাইটে আসেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১-এ তিন টেস্টে ৩২ উইকেট শিকার করে। তারপর দীর্ঘ একদশক হরভজন দেশের অন্যতম সেরা অস্ত্র হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন।

সাফল্যের চূড়ায় পৌঁছন দেশের জার্সিতে ২০০৭-এ টি২০ বিশ্বকাপ এবং ২০১১-এ দেশের মাটিতে বিশ্বকাপ জিতে। সবমিলিয়ে টিম ইন্ডিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে হরভজনের দখলে ৭১১ উইকেট। এর মধ্যে ২৮ বার ইনিংসে পাঁচ উইকেট এবং পাঁচবার দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছেন।

আইপিএলে হরভজন প্ৰথম দশ বছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন। মুম্বইয়ের হয়ে তিনবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। ২০১১-য় সিএসকের বিরুদ্ধে পাঁচ উইকেট শিকার করেছিলেন। ২০১৮-য় সিএসকেতে নাম লেখান। সেই মরশুমেই চেন্নাই আইপিএল ট্রফি জিতেছিল। চেন্নাই পর্বের সমাপ্তির পরে হরভজনকে কেকেআর কেনে চলতি বছরের নিলামে। তারকার বেস প্রাইস ২ কোটিতে।

আইপিএলে থাকলেও এখনও পর্যন্ত আমিরশাহি পর্বে একটি ম্যাচেও মাঠে নামেননি হরভজন। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং সাকিব আল হাসান থাকায় প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি ভাজ্জি। চলতি মরশুমে তিন ম্যাচে খেলেছেন টারবুনেটর। তবে একটাও উইকেট দখল করতে পারেননি। ওভার পিছু নয় রান খরচ করে ৬৩ রান বিলিয়েছেন তারকা। আগামী বছরের নিলামের আগেই সম্ভবত আইপিএল কেরিয়ারে ইতি টানবেন তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Harbhajan Singh Cricket News
Advertisment