Harbhajan Singh on MS Dhoni and Rohit Sharma: রোহিত শর্মা এবং এমএস ধোনি নেতা হিসেবে একদম আলাদা। এমনটাই মনে করছেন হরভজন সিং। 'ফাইন্ড আ ওয়ে উইথ তরুবর কোহলি' পডকাস্টে ভাজ্জি বলে দিয়েছেন, "ধোনি এবং রোহিত ক্যাপ্টেন হিসাবে সম্পূর্ণ আলাদা। ধোনি কখনই বোলারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে না, কোন ধরণের ফিল্ডিং বোলার চাইছে। ও চায়, বোলার নিজের ভুল থেকে শিক্ষা নিক।"
চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে খেলার অভিজ্ঞতা রয়েছে হরভজনের। পুরোনো ঘটনা টেনে টার্বুনেটর বলেছেন, "একটা ম্যাচের কথা মনে পড়ছে, আমি শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলাম। ধোনি কিপিং করছিল। শার্দূল ঠাকুরের প্ৰথম বলটাই ছিল লেন্থ বল। কেন উইলিয়ামসন সোজা ডাউন দ্যা উইকেটে বাউন্ডারি হাঁকায়। পরের বল ছিল একই লেন্থে। সেই বলও বাউন্ডারিতে পাঠায় উইলিয়ামসন। ধোনিকে জিজ্ঞাসা করলাম, শার্দূলকে কেন অন্য লেন্থে বোলিং করার নির্দেশ দিচ্ছে না। ধোনি আমাকে বলে, 'পাজি, ওঁকে যদি এখন বলি। ও কখনই শিখবে না।' ওঁর থট প্রসেসটাই হল, শার্দূল বাউন্ডারি হাঁকানোর পর নিজের ভুল নিজেই শুধরে নেবে এবং শিক্ষা নেবে। এটাই ছিল ধোনির পন্থা।"
রোহিতকে নিয়েও মুখ খুলেছেন ভাজ্জি। বলছেন, "রোহিত অন্য ধরণের নেতা। ও সকলের কাছে গিয়ে আলোচনা করবে। ও এমন নেতা যে কাঁধের ওপর বন্ধুর মত হাত দিয়ে কারোর কাছ থেকে কী চাইছে স্পষ্টভাবে বলে দেবে। ও ক্রিকেটারদের সেই আত্মবিশ্বাস এনে দেবে যে সে-ও ভালো খেলতে পারে।"
হরভজন জানাচ্ছেন, টেস্টে নেতা হওয়ায় নেতৃত্ব আরও ক্ষুরধার হয়েছে রোহিতের। "ওঁর নেতৃত্বের সবথেকে বড় বদল এসেছে টেস্ট দলের ক্যাপ্টেন হওয়ার পর। টেস্টের অধিনায়ক হিসেবে অনেককিছু শেখা যায়। টি২০'তে অনেক মুহূর্ত এড়িয়ে যাওয়া যায়, তবে টেস্টে সেটা সম্ভব নয়। টেস্টে অধিনায়ককে সমস্ত বিষয় পরিচালনা করতে হয়। অধিনায়কের রণকৌশল, পরিকল্পনা বাস্তবায়ন সমস্ত কিছুই টেস্ট জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটাই কোনও নেতাকে আরও ভালো করে তোলে। ভাল নেতার কথা উঠলেই স্টিভ ওয়া র কথা মনে পড়ে, কারণ ও দুরন্ত অধিনায়ক ছিল! কেউ যদি টেস্টে নেতা হিসেবে সফল হতে পারে, তাহলে ওয়ানডে, টি২০-র নেতৃত্ব আরও সহজ মনে হয়।"
আরও পড়ুন: অর্জুনের জীবনে বিষ ঢেলো না, সরে যাও! ধোনি-কপিলকে বিষ উগরে পাল্টা ছোবল খেলেন যুবরাজের বাবা
রাজস্থান রয়্যালসে খেলা তরুবর কোহলি রোহিত শর্মার নেতৃত্ব গুণকে শ্যেন ওয়ার্নের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, "শ্যেন ওয়ার্ন অনেকটা রোহিত ভাইয়ের মত। ওয়ার্ম আপ ম্যাচের সময় ও সকলের কাছে গিয়ে সকলের দায়িত্ব স্পষ্ট করে বুঝিয়ে দিত।"
হরভজন কেরিয়ারের শুরুর দিকে সৌরভের নেতৃত্বে খেলেছেন। মহারাজের নেতৃত্ব নিয়েও মুখ খুলেছেন তারকা অফস্পিনার। কেন সৌরভ নেতা হিসেবে এত দুরন্ত, ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, "প্লেয়াররা সবসময় ক্যাপ্টেনের সাহায্য চায়। পুরোটাই ম্যান ম্যানেজমেন্টের বিষয়। সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে সেরার সেরা ছিলেন। গিয়ে খেলা উপভোগ করার স্বাধীনতা সৌরভ-ই দিয়েছিলেন।"
"আমরা সকলেই সকলের থেকে আলাদা। আমি রাহুল দ্রাবিড়ের থেকে আলাদা। জাহির খান আবার আমার থেকে আলাদা। আশিস নেহরাও আলাদা। সৌরভ প্রত্যেকের স্বকীয়তা ধরে রাখতে বলে ব্যক্তিত্ব পরিবর্তন ছাড়াই। এই কারণে ও আমাদের থেকে সেরাটা আদায় করে নিতে পেরেছে। সৌরভের নেতৃত্বের ঐতিহ্য এগিয়ে নিয়ে গিয়েছে ধোনি। সেটাকে আরও এগিয়ে নিয়ে চলেছে রোহিত। ভবিষ্যতে যে-ই ভারতের নেতা হোক, সে এই এগিয়ে নিয়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে পারবে আশা করি।"
Read the full article in ENGLISH