Yuvraj Singh father Yograj Singh on MS Dhon and Kapil Dev: হঠাৎ করেই ঝড় তুলে দিয়েছেন তিনি ভারতীয় ক্রিকেটে। বেনজিরভাবে ভারতের দুই বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে চড়া আক্রমণে ফালাফালা করেছেন। আচমকাই ক্রিকেটকে হঠাৎ জাতীয় প্রচারমাধ্যমে আলোচনায় নিয়ে এসেছেন যুবরাজের পিতা যোগরাজ সিং।
ধোনিকে আয়নায় মুখ দেখতে বলেছেন। পুত্র যুবরাজের কেরিয়ার ধ্বংসের জন্য মাহির দিকে কড়াভাবে আঙুল তুলেছেন। আর কপিল দেবকে নিশানা করেছেন, তাঁর নিজের কেরিয়ারে 'ষড়যন্ত্রের' জন্য। বলে দিয়েছেন কপিলের জন্যই তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। বিস্ফোরকভাবে বলে দিয়েছেন, কপিলকে তিনি অভিশাপ দিয়েছিলেন।
জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে যেভাবে কুরুচিকরভাবে আক্রমণ করছেন তাতে ক্রিকেট মহল মোটেও সন্তুষ্ট নয়। পাল্টা ক্রিকেট ভক্তদের রোষানলে পড়ে গিয়েছেন যুবরাজের পিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সরাসরি বলে দেওয়া হয়েছে, অর্জুন তেন্ডুলকরের সংস্রবে যেন তিনি না থাকেন। তাতে শচীন পুত্রের কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে।
I heard a while ago that arjun tendular was training with yograj singh? If so, good luck to him. https://t.co/YYIoLU7K2x
— v (@inox899) September 2, 2024
শচীন পুত্র অর্জুন আসলে কয়েক মাস আগেই অনুশীলন করেছিলেন যোগরাজের কোচিংয়ে। যুবরাজ প্রকাশ্যে এনেছিলেন সেই তথ্য। শচীন নাকি ছেলের কোচিংয়ের জন্য স্বয়ং যোগরাজকে অনুরোধ করেছিলেন। মুম্বই ছেড়ে অর্জুন রঞ্জি খেলছেন গোয়ার হয়ে। আর রঞ্জিতে অভিষেকের আগে শচীনের ফোন গিয়েছিল যোগরাজের কাছে। তিনি জানান, অর্জুন কয়েক সপ্তাহের জন্য চন্ডীগড় যাচ্ছে, সময় পেলে যেন ক্রিকেটের কিছু শিক্ষা দেন যোগরাজ। স্বয়ং লিটল মাস্টারের অনুরোধ আর ফেলতে পারেননি যুবরাজের পিতা। শচীন পুত্রের সঙ্গে যোগরাজের সেই ছবি সেবার ঝড় তুলে দিয়েছিল ক্রিকেট মহলে।
আরও পড়ুন- জন্টি রোডসের সঙ্গে ভয়ঙ্কর অন্যায়! বিশ্বমঞ্চে বদনাম কুড়োল Air India, নিন্দায় ছিঃছিঃ সকলের
যোগরাজ সেই সময় অর্জুনকে 'না কাটা হিরের' সঙ্গে তুলনা করে দিয়েছিলেন। বলে ছিলেন, "কয়লার খনিতে কখনও হিরে দেখেছেন? এটা কয়লাই, তবে সেটা দীর্ঘদিনে ওই অবস্থায় রূপান্তরিত হয়েছে। সেই না কাটা হিরে যদি ঠিক হাতে পড়ে, তাহলে তা ঠিক গন্তব্যে পৌঁছবে। তখন সেটা অমূল্য হয়ে উঠবে। তবে এমন লোকের হাতে যদি পড়ে, যিনি তাঁর মূল্য সম্পর্কে অবহিত নন। তাহলে সেই হিরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।"
I heard a while ago that arjun tendular was training with yograj singh? If so, good luck to him. https://t.co/YYIoLU7K2x
— v (@inox899) September 2, 2024
তবে যেভাবে এবার অশ্লীলভাবে কপিল-ধোনিকে প্রকাশ্যে অপমান করেছেন যোগরাজ, তাতে ক্রিকেট মহলের সাফ বক্তব্য, তিনি যেন অর্জুনের সংস্পর্শে না আসেন। তাহলে শচীন পুত্রের সহবত বিগড়ে যেতে পারে। একজন ক্রিকেট সমর্থক লিখেছেন, "কয়েকদিন আগেই পড়ছিলাম, অর্জুন যোগরাজের তত্ত্বাবধানে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে? এটা সত্যি হলে, ওঁর জন্য শুভেচ্ছা রইল।" অন্য একজন লিখেছেন, "এই ঘটনার পরেও অর্জুন যোগরাজের কাছে অনুশীলন বন্ধ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।"
Will be surprising if arjun has anything to do with yograj after this
— Nihari Korma (@NihariVsKorma) September 2, 2024
Yograj, don’t ruin his life. Arjun… look for new coach
— Nihari Korma (@NihariVsKorma) September 2, 2024
টুইটারে এক্স ব্যবহারকারীরা যা বলছেন,
If the right sense prevails, Yograj will be asked to get away from Arjun
— Nihari Korma (@NihariVsKorma) September 2, 2024
"এরকম মানসিকতা নিয়ে যোগরাজ কীভাবে অর্জুনকে প্রশিক্ষণ দেন? উনি মুখ খুলে কদর্য ভাষা প্রয়োগ করেছেন দুজন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে।"
How can someone like Yograj be working with Arjun with this mentality. He just badmouthed two Indian world cup winners. Shocking
— Nihari Korma (@NihariVsKorma) September 2, 2024
"প্লিজ কেউ অর্জুন তেন্ডুলকারকে ওঁর থেকে দূরে সরাও। এরকম বিষাক্ত মানসিকতা নিয়ে অর্জুনের চরিত্রটাই খারাপ করে দেবে।"
"যদি সুবুদ্ধির উদয় হয়, তাহলে অর্জুনকে যোগরাজের কাছ থেকে দূরে সরানো হবে।"
যোগরাজ কপিলকে নিয়ে যা বলেছেন
"আমাদের সময়ের গ্রেটেস্ট ক্যাপ্টেন কপিল দেব। ওঁকে বলেছিলাম, এমন একটা জায়গায় ওঁকে নিয়ে আসব, যেখানে লোকে ওঁকে শাপ-শাপান্ত করবে। আজকে যুবরাজের হাতে ১৩ ট্রফি। আর ওঁর কাছে কেবল একটা- বিশ্বকাপ। আলোচনা শেষ।"
ধোনিকে নিয়ে যা বলেছিলেন যোগরাজ
"আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। ওঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অনেক বড় ক্রিকেটার। কিন্তু, ও আমার ছেলের সঙ্গে যা করেছে, সব এখন বেরিয়ে আসছে। এটা জীবনে কখনও ক্ষমা করা যায় না। জীবনে কখনও দুটি জিনিস করিনি- প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করিনি। দ্বিতীয়ত, আমি জীবনে কখনও সেই সব লোকেদের আলিঙ্গন করিনি, তা সে আমার পরিবারের সদস্যই হোক বা আমার সন্তান।"
"যুবরাজ সহজেই আরও ৪-৫ বছর খেলতে পারত। কিন্তু, সে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হয় ধোনির জন্যই। ওই লোকটা (এমএস ধোনি) আমার ছেলের জীবন ধ্বংস করেছে। যুবরাজের মত ছেলের জন্ম দেওয়া সৌভাগ্যের ব্যাপার। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেওয়াগও অতীতে বলেছেন যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ভারতের উচিত ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারতরত্ন দেওয়া।"