Advertisment

ধোনির সঙ্গে কি সম্পর্কের অবনতি, পুরো বিষয় খোলসা করলেন ভাজ্জি

হরভজন সিং নিজের সঙ্গে ধোনির সম্পর্ক নিয়ে ফের একবার মুখ খুললেন। দুজনের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই করলেন নতুন খোলসা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অবসরের পরে হরভজন সিং মুখ খুলেছেন। নিজের কেরিয়ার নিয়ে। এতেই একাধিকবার বিতর্ক, আলোচনার জন্ম দিয়েছে। মাঙ্কিগেট কান্ড তো বটেই ২০১৫-য় বিশ্বকাপে জায়গা না পাওয়া নিয়েও হতাশা উগরে দিয়েছিলেন ভাজ্জি।

Advertisment

২০১১-য় জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খোলার পরেই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছিল হরভজনের সঙ্গে ধোনির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তবে হরভজন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ধোনির সঙ্গে তাঁর সম্পর্কের কোনও অবনতি ঘটেনি। বরং মাহির সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলসা করতে গিয়ে হরভজন বরং নিউজ-১৮'কে বলে দেন, "আমি ধোনির সঙ্গে বিবাহিত নই।"

আরও পড়ুন: IPL নিলামে অংশ না নিয়ে লোভনীয় সুযোগ হাতছাড়া কেন, জানালেন স্টার্ক

নিজের কিছুদিন আগেই করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিশদে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ২০১১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপজয়ী ফাইনালের পরে কখনও একসঙ্গে ম্যাচ খেলেনি।

ভাজ্জি বলে দেন, "প্রত্যেকে পৃথকভাবে মন্তব্য ব্যাখ্যা করে থাকে। আমি স্রেফ বলতে চেয়েছিলাম, ২০১২ সালের পরে আরও ভালভাবে পরিস্থিত সামলানো যেত। শেওয়াগ, যুবরাজ, আমি, গম্ভীর প্রত্যেকেই খেলতে খেলতে অবসর নেওয়ার সুযোগ পেত। কারণ সবাই আইপিএলে সক্রিয় ক্রিকেটার ছিল। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দল আর কখনও একসঙ্গে খেলেনি। এটাই আয়রনি। এঁদের মধ্যে মাত্র কয়েকজনই ২০১৫ বিশ্বকাপে খেলে।

আরও পড়ুন: শাস্ত্রীকে সরাসরি সরে যাওয়ার নির্দেশ দেন সৌরভ! বিষ্ফোরক দাবি পাক তারকার

ধোনিকে ভাল বন্ধু বলেই সম্ভোধন করছেন টার্বুনেটর। জানাচ্ছেন, তাঁর সমালোচনার লক্ষ্য ছিল ভারতীয় বোর্ড এবং নির্বাচকরা। "আমি মোটেই ধোনির বিরুদ্ধে কোনও অভিযোগ জানাইনি। বরং ও বরাবর আমার ভাল বন্ধু হিসেবে থেকেছে। সেই সময়ের বোর্ড, যাদের আমি সরকার বলি, আমার নিশানায় ছিল তাঁরাই। সেই সময়ের নির্বাচকরাও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।"

"ওঁরা দলকে সংযুক্ত রাখার কোনও প্রয়াসই করেনি। পুরোনোরা যখন ভাল খেলছিল, সেই সময় নতুনদের নিয়ে আসার দরকার কী ছিল! আমি একবার সরাসরি নির্বাচকদের এই বিষয়ে প্রশ্ন করে। ওঁরা বরং বলেন, এটা তাঁদের হাতে নেই। আমার প্রশ্ন ছিল, তাহলে তাঁরা কীভাবে নির্বাচকদের দায়িত্ব পালন করছেন?"

২০০৭ এবং ২০১১ দুটো আলাদা ফরম্যাটের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন হরভজন সিং। দুবার-ই ভারত চ্যাম্পিয়ন হয় ধোনির নেতৃত্বে। ধোনি-হরভজন আবার আইপিএলে একসঙ্গে খেতাব জেতে ২০১৮-য়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Harbhajan Singh MS DHONI
Advertisment