Advertisment

Harbhajan Singh questions: সঞ্জু, চাহাল নেই কেন? খেয়াল-খুশির দলবাছাই নিয়ে নির্বাচকদের কাঠগড়ায় তুললেন হরভজন

Harbhajan questions Champions Trophy squad: শুধু সঞ্জুকে না নেওয়ার জন্যই না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্পিনারদের বৈচিত্র্য না রাখার জন্যও নির্বাচকদের তোপ দেগেছেন হরভজন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harbhajan Singh

Harbhajan Singh: হরভজন সিং। (ফাইল ছবি)

Harbhajan Singh questions absence of Sanju Samson and Yuzvendra Chahal: ফের বোর্ডের নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হরভজন সিং। এর আগেও প্রাক্তন স্পিনার বারবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার হরভজন প্রশ্ন তুলেছেন সঞ্জু স্যামসন আর যুজবেন্দ্র চাহলকে নিয়ে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রশ্ন, কেন এই দু'জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি। পাশাপাশি, হরভজনের করেছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্পিনারদের ভেরিয়েশনের কোনও সুযোগই রাখেননি নির্বাচকরা।

Advertisment

হরভজনের কথায়, 'সঞ্জুর জন্য আমার সত্যিই খারাপ লাগছে। ও রান করছে, কিন্তু তারপরও ওঁকে বাদ দেওয়া হচ্ছে। আমি জানি যে স্কোয়াডে কেবল ১৫ জনকেই নেওয়া যায়। কিন্তু, এটাও জানি যে ওই স্কোয়াডে সঞ্জুকে রাখাই যায়। ওঁর ৫৫-৫৬ গড়। কিন্ত, সেই সঞ্জুকেই দ্বিতীয় উইকেটরক্ষক পজিশনে পর্যন্ত দলে নেওয়া হয়নি। যখনই ওঁর প্রশ্ন ওঠে, কিছু লোক জিজ্ঞাসা করে বসে, কার জায়গায় নেবে? আরে, দরকারে জায়গা তো তৈরিই করা যেতে পারে!' স্যামসন ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। ১৪ ম্যাচে, ৩০ বছর বয়সি এই ব্যাটারের ওয়ানডে ক্রিকেটে গড় ৫৬.৬৬। 

শুধু সঞ্জুকে না নেওয়ার জন্যই না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্পিনারদের বৈচিত্র্য না রাখার জন্যও নির্বাচকদের তোপ দেগেছেন হরভজন। ভারত ১৫ জনের স্কোয়াডে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবকে নিয়েছে। কিন্তু, হরভজনের ধারণা, নির্বাচকরা যুজবেন্দ্র চাহালকে না নিয়ে বিরাট ভুল করেছেন। চাহাল এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে ৭২টি ওয়ানডে ম্যাচে ২৭.১৩ গড়ে ১২১ উইকেট নিয়েছেন। তার মধ্যে দুটি ইনিংসে নিয়েছেন ৫টি করে উইকেট।

আরও পড়ুন- কলকাতার দূষণের জন্যই হেরেছে ইংল্যান্ড! ভারতের কাছে ধোলাই খেয়ে বড় অজুহাত ইংরেজ তারকার

Advertisment

হরভজনের কথায়, 'সঞ্জু নেই। যুজবেন্দ্র চাহাল নেই। দলে ৪ জন স্পিনার। তার মধ্যে আবার ২ জন বাঁ-হাতি। স্পিনে বৈচিত্র্য আনতে একজন লেগ স্পিনার নিতে পারতেন। চাহাল দুর্দান্ত বোলার। কেন ওঁকে নেওয়া হল না, জানি না!' ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-তে আছে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে। তারপরে ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

cricket Yuzvendra Chahal Harbhajan Singh Champions Trophy Cricket News Sanju Samson
Advertisment