টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে কোহলি নেতৃত্ব ছাড়ার পরে মুখ খুলেছিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বিষ্ফোরক ভঙ্গিতে শাস্ত্রী বলে দিয়েছিলেন, কোহলির বেশিদিন দলকে নেতৃত্ব দিক, এটা অনেকেরই সহ্য হবে না। এমন শাস্ত্রীয় বিতর্কিত মন্তব্যের পরেই পাল্টা দিলেন এবার হরভজন সিং।
টারবুনেটর স্পোর্টস টক-এ বলে দিয়েছেন, "কোহলি টেস্ট দলের নেতা হিসেবে আরও ১০-১৫টা ম্যাচ জিতে সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক হয়ে যাক, এটা অনেকের সহ্য হবে না- শাস্ত্রীর এটা কিন্তু অনেক বড় মন্তব্য। জানি না উনি কার কথা বলছেন। কে কোহলির সাফল্য সহ্য করতে পারবে না! তবে আমরা ভারতীয়রা কিন্তু ইতিমধ্যেই কোহলির সাফল্যে যথেষ্ট গর্বিত। আমাদের সকলেরই ইচ্ছা ছিল কোহলি আরও চল্লিশেক ম্যাচ জিতে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাক, যেখানে অন্য অধিনায়ককে সেই সাফল্য ছুঁতে দুবার নেতৃত্ব দিতে হয়।"
আরও পড়ুন: বিরাট ধাক্কায় রাহানে-পূজারা! কেন্দ্রীয় চুক্তিতে ২ কোটি হারাচ্ছেন দুজনেই: রিপোর্ট
২০১৪/১৫ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ধোনি যখন আচমকা নেতৃত্ব থেকে সরে দাঁড়ান, সেই সময় অধিনায়ক হন কোহলি। সেই টিম ইন্ডিয়ায় ম্যানেজার ছিলেন।রবি শাস্ত্রী। ২০১৫ সালে বিশ্বকাপের পরে রবি শাস্ত্রীর মেয়াদ খতম হয়। তবে এক বছর পরে অনিল কুম্বলে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ায় কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটে রবি শাস্ত্রীর।
ভারতীয় ক্রিকেটে ধোনি-শাস্ত্রী যুগ চলে ২০১৭-২০২১ পর্যন্ত। দেশে সেরা সেরা দলের বিরুদ্ধে যেমন জয় পেয়েছে কোহলি-শাস্ত্রীর ভারত, তেমন বিদেশের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। কোহলি-শাস্ত্রীর জুটিতে ভারত প্ৰথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরে ২০১৮/১৯-এ। গত বছরে ইংল্যান্ড সফর বাতিল হওয়া পর্যন্ত ভারত সিরিজে ২-১ এ এগিয়ে ছিল।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেন অশ্বিন নেই জাতীয় দলে, জানা গেল আসল কারণ
কোহলির নেতৃত্বে ভারতীয় দল দেশে-বিদেশে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া। কোহলির ভারত দীর্ঘদিন টেস্টের ক্রমপর্যায়ে একনম্বর স্থান ধরে রেখেছিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ৰথমবারের ফাইনালেও ভারত পৌঁছয়।
শাস্ত্রী বলে দিয়েছিলেন, টেস্ট দলের নেতা হিসেবে কোহলি চালিয়ে গেলে ৫০-৬০টা টেস্ট জয় নিয়ে শেষ করতে পারত। দক্ষিণ আফ্রিকার কাছে ১-২'এ টেস্ট সিরিজ হারের পরেই টেস্ট অধিনায়ক হিসাবে সরে দাঁড়ান তিনি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি টিম টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ৪০টি জয় পেয়েছেন। পরিসংখ্যানের বিচারে দেশের সর্বকালের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি-ই
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
'বিরাটের অধিনায়কত্ব অনেকেরই হজম হবে না', শাস্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরে মুখ খুললেন ভাজ্জি
বিরাট কোহলির সাফল্য অনেকের হজম হচ্ছে না। এমনই মন্তব্য করেছিলেন রবি শাস্ত্রী। তারপরেই পাল্টা দিলেন হরভজন।
Follow Us
টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে কোহলি নেতৃত্ব ছাড়ার পরে মুখ খুলেছিলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। বিষ্ফোরক ভঙ্গিতে শাস্ত্রী বলে দিয়েছিলেন, কোহলির বেশিদিন দলকে নেতৃত্ব দিক, এটা অনেকেরই সহ্য হবে না। এমন শাস্ত্রীয় বিতর্কিত মন্তব্যের পরেই পাল্টা দিলেন এবার হরভজন সিং।
টারবুনেটর স্পোর্টস টক-এ বলে দিয়েছেন, "কোহলি টেস্ট দলের নেতা হিসেবে আরও ১০-১৫টা ম্যাচ জিতে সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক হয়ে যাক, এটা অনেকের সহ্য হবে না- শাস্ত্রীর এটা কিন্তু অনেক বড় মন্তব্য। জানি না উনি কার কথা বলছেন। কে কোহলির সাফল্য সহ্য করতে পারবে না! তবে আমরা ভারতীয়রা কিন্তু ইতিমধ্যেই কোহলির সাফল্যে যথেষ্ট গর্বিত। আমাদের সকলেরই ইচ্ছা ছিল কোহলি আরও চল্লিশেক ম্যাচ জিতে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাক, যেখানে অন্য অধিনায়ককে সেই সাফল্য ছুঁতে দুবার নেতৃত্ব দিতে হয়।"
আরও পড়ুন: বিরাট ধাক্কায় রাহানে-পূজারা! কেন্দ্রীয় চুক্তিতে ২ কোটি হারাচ্ছেন দুজনেই: রিপোর্ট
২০১৪/১৫ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ধোনি যখন আচমকা নেতৃত্ব থেকে সরে দাঁড়ান, সেই সময় অধিনায়ক হন কোহলি। সেই টিম ইন্ডিয়ায় ম্যানেজার ছিলেন।রবি শাস্ত্রী। ২০১৫ সালে বিশ্বকাপের পরে রবি শাস্ত্রীর মেয়াদ খতম হয়। তবে এক বছর পরে অনিল কুম্বলে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ায় কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটে রবি শাস্ত্রীর।
ভারতীয় ক্রিকেটে ধোনি-শাস্ত্রী যুগ চলে ২০১৭-২০২১ পর্যন্ত। দেশে সেরা সেরা দলের বিরুদ্ধে যেমন জয় পেয়েছে কোহলি-শাস্ত্রীর ভারত, তেমন বিদেশের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকেও হারিয়েছে। কোহলি-শাস্ত্রীর জুটিতে ভারত প্ৰথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরে ২০১৮/১৯-এ। গত বছরে ইংল্যান্ড সফর বাতিল হওয়া পর্যন্ত ভারত সিরিজে ২-১ এ এগিয়ে ছিল।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেন অশ্বিন নেই জাতীয় দলে, জানা গেল আসল কারণ
কোহলির নেতৃত্বে ভারতীয় দল দেশে-বিদেশে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া। কোহলির ভারত দীর্ঘদিন টেস্টের ক্রমপর্যায়ে একনম্বর স্থান ধরে রেখেছিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ৰথমবারের ফাইনালেও ভারত পৌঁছয়।
শাস্ত্রী বলে দিয়েছিলেন, টেস্ট দলের নেতা হিসেবে কোহলি চালিয়ে গেলে ৫০-৬০টা টেস্ট জয় নিয়ে শেষ করতে পারত। দক্ষিণ আফ্রিকার কাছে ১-২'এ টেস্ট সিরিজ হারের পরেই টেস্ট অধিনায়ক হিসাবে সরে দাঁড়ান তিনি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি টিম টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ৪০টি জয় পেয়েছেন। পরিসংখ্যানের বিচারে দেশের সর্বকালের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি-ই
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন