/indian-express-bangla/media/media_files/2024/12/21/rTeJhU0okYzvPKeN1rXp.jpg)
Ravichandran Ashwin-Harbhajan Singh: রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিং। (ছবি- টুইটার)
Harbhajan Singh on rumoured rift with Ashwin: তাঁর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। ফাঁস করে দিলেন সত্যিটা। চলতি সপ্তাহের গোড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল গাব্বা টেস্ট খেলার পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অশ্বিন। ৩৮ বছর বয়সি স্পিনার সব ফরম্যাটেই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর আগে আছেন শুধু অনিল কুম্বলে। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশিবার 'ম্যান অফ দ্য ম্যাচ' হয়েছেন অশ্বিন। ১১ বার 'প্লেয়ার অফ দ্য সিরিজ' পুরস্কার জিতেছেন। যা পুরুষদের টেস্ট ক্রিকেটে যে কোনও ক্রিকেটারকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।
তাঁর পুরো কেরিয়ারে অশ্বিনকে বারবার আরেক কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে, হরভজনের সঙ্গে নাকি অশ্বিনের বনিবনা হয় না। অশ্বিনের অবসরের পর এবার সেনিয়ে খোলসা করলেন হরভজন। তিনি জানিয়েছেন, এই জল্পনা পুরো গল্প। হরভজনের কথায়, 'আমি সোশ্যাল মিডিয়া বেশি ঘাঁটাঘাঁটি করি না। যদি আমার আর অশ্বিনের মধ্যে সত্যিই কোনও গন্ডগোল থেকে থাকে, তবে আমিই সেই লোক, যে অশ্বিনকে গিয়ে সরাসরি সেটা নিয়ে বলতাম।'
হরভজন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'আমি মনে করি, যাঁর ভাগ্যে যেটা আছে, সেটা হবেই। আমার ভাগ্যে যেটা ছিল, সেটা পেয়েছি। ওঁর ভাগ্যে যেটা ছিল, সেটা পেয়েছে। ও সত্যিই অসাধারণ বোলার। ও যে এই অসাধারণ বোলার হয়ে উঠতে পেরেছে, সেজন্য আমি খুশি।' হরভজন সিং জানিয়েছেন, অশ্বিনের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তিনি শুধু বলেছিলেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইলে দেশের মাটিতে ব়্যাংক টার্নার্স পিচ বানাতে পারে। তাতে ম্যাচগুলো দুই-তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই ইস্যুতে হরভজন বলেন, 'লোকেরা যদি এসব নিয়ে টুইট করে। আর, মনে করে যে আমার সঙ্গে অশ্বিনের সমস্যা আছে, তবে সেটা তাঁদের ব্যাপার। আমি এই ব্যাপারে নিশ্চিত, দেশে যে সব পিচে খেলা হয়, সেগুলো ভালো না। এই ট্র্যাকগুলো ভীষণ স্পিন সহায়ক। তার ফলে, ম্যাচ আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে যায়।'
অশ্বিনের পুরো কেরিয়ারে অভিযোগ উঠেছে, অফ স্পিনার স্পিন-সহায়ক পিচে বোলিং করেই বেশি উইকেট পেয়েছেন। অভিযোগ উঠেছে, অশ্বিন যে সব পিচে খেলেছেন, সেই পিচগুলো টেস্ট ম্যাচের প্রথম দিনের পরই স্পিনারদের সাহায্য করেছে। অশ্বিন ৩৭৯ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬৫টি উইকেট নিয়েছেন। সেখানে হরভজন সিং তাঁর কেরিয়ারে ৪৪২ ইনিংসে ৭০৭টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- অবসর নেওয়ার ৫ মিনিট আগে জানতে পারি! অশ্বিনের ওপর অভিমানে মুখ খুললেন জাদেজা
এই ব্যাপারে হরভজন বলেন, 'যেহেতু আমি পিচ নিয়ে সোচ্চার, সোশ্যাল মিডিয়ায় অনেকে আওয়াজ তুলেছেন যে আমার সঙ্গে অশ্বিনের সমস্যা তৈরি হয়েছে। কিন্তু, ব্যাপারটা মোটেও কোনও ব্যক্তিগত সমস্যাই না। আমি সবাইকেই সম্মান করি। কারণ, খেলাটা মোটেই সহজ ব্যাপার না। দেশের হয়ে যাঁরাই খেলছেন, তাঁরা প্রত্যেকেই আমার সহকর্মী। কেউ বড় বা কেউ ছোট, এমন কোনও ব্যাপার নেই।'