Ravindra Jadeja on R Ashwin’s retirement: অবসর নেওয়ার ৫ মিনিট আগে জানতে পারি! অশ্বিনের ওপর অভিমানে মুখ খুললেন জাদেজা

R Ashwin’s retirement: সারাদিন কাটিয়েও জানতে পারেননি অশ্বিনের অবসর, এবার মুখ খুললেন জাদেজা। তিনিই অশ্বিনের জায়গায় ব্রিসবেন টেস্টে খেলেছিলেন।

R Ashwin’s retirement: সারাদিন কাটিয়েও জানতে পারেননি অশ্বিনের অবসর, এবার মুখ খুললেন জাদেজা। তিনিই অশ্বিনের জায়গায় ব্রিসবেন টেস্টে খেলেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja, R Ashwin, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন

Ravindra Jadeja-R Ashwin: ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। (এক্সপ্রেস ফাইল)

Ravindra Jadeja on R Ashwin's Retirement: গোটা দিন একসঙ্গে কাটালেও ঘুণাক্ষরে টের পাননি যে অশ্বিন অবসর নিতে চলেছেন। রবিচন্দ্রন অশ্বিনের অবসর বিতর্কে মুখ খুলে এবার এমনটাই জানালেন ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তিনি বলেন, 'আমরা পুরো দিন একসাথে কাটিয়েছি। ও আমাকে অবসরের ব্যাপারে একফোঁটাও ইঙ্গিত দেয়নি।' জাদেজা জানিয়েছেন যে তিনি সাংবাদিক বৈঠকে অশ্বিন অবসর ঘোষণার পাঁচ মিনিট আগে তিনি এব্যাপারে জানতে পারেন।

Advertisment

সেটা জানার পর তিনি রীতিমতো চমকে গিয়েছিলেন বলেই জাদেজা জানিয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) জাদেজা সাংবাদিকদের বলেন, 'আমি শেষ মুহূর্তে অশ্বিনের অবসর সম্পর্কে জানতে পেরেছিলাম। সাংবাদিক বৈঠকের পাঁচ মিনিট আগে। তাতে অবাক হয়ে গেছিলাম। আমরা গোটা দিন একসঙ্গে কাটিয়েছি। ও আমাকে ইঙ্গিত পর্যন্ত দেয়নি। অশ্বিনের মনে কী চলছিল, কে জানে (হাসি)।' 

জাদেজা আর অশ্বিন টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্পিন জুটি। তাঁরা একসঙ্গে ৫৮টি টেস্ট খেলেছেন। নিয়েছেন ৫৮৭টি উইকেট। যা তাঁদের ভারতের সবচেয়ে সফল বোলিং জুটির স্বীকৃতি দিয়েছে। তাঁদের জুটির উইকেট শিকার অনিল কুম্বলে-হরভজন সিং জুটিকেও ছাপিয়ে গিয়েছে। কুম্বলে-সিং জুটি ৫০১টি উইকেট নিয়েছিল। অশ্বিনের অবসর দলে তরুণদের জন্য জায়গা খুলে দিয়েছে বলেই জাদেজা মনে করেন।

Advertisment

এই ব্যাপারে জাদেজা বলেন, 'আমরা এত বছরের বোলিং পার্টনার। আমরা একে অপরের পরিপূরক ছিলাম। আমরা ব্যাটারদের বিরুদ্ধে ছক কষতাম। সত্যিই আমি অনেক কিছু মিস করব। আশাকরি, অশ্বিনের জায়গায় আরও ভালো স্পিন বোলার এবং অলরাউন্ডার জাতীয় দলে আসবে। ভারতে প্রতিভার অভাব নেই। কেউ অপরিবর্তনীয় নয়। আমাদের এগিয়ে যেতে হবে। তরুণদের জন্য অশ্বিনের এই অবসর সুবর্ণ সুযোগ।' 

গাব্বাতে রবীন্দ্র জাদেজা ম্যাচ বাঁচানো ৭৭ রান করেছেন। তিনি মনে করেন এই রান তাঁর আত্মবিশ্বাসকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। এমসিজিতেও তিনি একই মানসিকতা নিয়ে ব্যাট করতে চান বলেই জাদেজা জানিয়েছেন। তিনি বলেন, 'দল যখন কঠিন অবস্থায় থাকে তখন ভালো কিছু করলে, তা আত্মবিশ্বাস জোগাবেই। মানসিকতা একই থাকবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাকে খেলতে হবে। আমি দলের ভূমিকা অনুযায়ী খেলব।'

জাদেজা পার্থ এবং এডিলেডে প্রথম দুটি টেস্ট খেলেননি। তবে এই না থাকা তাঁকে অস্ট্রেলিয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আরও সাহায্য করেছে বলেই তিনি জানিয়েছেন। তিনি বলেন, 'আমি প্রথম দুটি ম্যাচে খেলিনি। এটা আমাকে আরও অনুশীলন করতে সাহায্য করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করেছে। নেটে কঠোর পরিশ্রম আমাকে গাব্বা ম্যাচে সাহায্য করেছে।'

আরও পড়ুন- শান্তকে সরিয়ে পাকাপাকিভাবে ক্যাপ্টেন হতে চাইছেন লিটন, করলেন বড় খোলসা

জাদেজা জানিয়েছেন যে সিরিজ যেহেতু এখনও ১-১, ভারতীয় ক্রিকেট দলের কাছে অস্ট্রেলিয়াতে টানা তিনবার বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজ জেতার ভালো সুযোগ আছে। তিনি বলেন, 'আমাদের কাছে টানা তিনবার সিরিজ জেতার ভালো সুযোগ আছে। এটা একটা ভালো চেষ্টা। আমরা এখনও ম্যাচ এবং সিরিজ জিততে পারি।'

Ravindra Jadeja Test cricket Ravichandran Ashwin Cricket News Indian Cricket Team Team-India Team India retirement