Harbhajan on MS Dhoni and Rohit Sharma: ধোনির দলে ম্যাচ উইনার কম ছিল! বিশ্বকাপ জয়ের প্ৰশ্ন টেনে বিস্ফোরক হরভজন
Harbhajan Singh on MS Dhoni and Rohit Sharma: মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়ায় টি২০ বিশ্বকাপ জয় এসেছিল স্রোতে গা ভাসিয়ে। তবে রোহিতের দলে ম্যাচ উইনার অনেক বেশি। সোজাসুজি বলে দিয়েছেন হরভজন সিং।
Harbhajan Singh on MS Dhoni and Rohit Sharma: মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়ায় টি২০ বিশ্বকাপ জয় এসেছিল স্রোতে গা ভাসিয়ে। তবে রোহিতের দলে ম্যাচ উইনার অনেক বেশি। সোজাসুজি বলে দিয়েছেন হরভজন সিং।
Harbhajan Singh on MS Dhoni and Rohit Sharma: জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং বলে দিলেন, ২০০৭-এ ধোনির নেতৃত্বে যে দল টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলে রোহিতের টি২০ বিশ্বজয়ী টিমের মত এত ম্যাচ উইনার ছিল না।
Advertisment
তরুবর কোহলির পডকাস্টে এসে ভাজ্জি বলে দিয়েছেন, "সবমিলিয়ে যদি বিচার করা হয়, দেখা যাবে, ২০২৪-এর টি২০ বিশ্বকাপ জয়ী দলের ম্যাচ উইনার আমাদের ঠেলেও বেশি।"
"সেই সময় গোটা ফরম্যাটটাই আমাদের কাছে নতুন ছিল। আমরা প্ৰথমবারের মত খেলতে নেমেছিলাম। টি২০ ক্রিকেট নিয়ে সেরকম কোনও আইডিয়া ছিল না আমাদের। স্রেফ স্রোতে গা ভাসিয়ে একের পর এক ম্যাচ জিতেছিলাম আমরা।"
হরভজন বলছেন, স্কোয়াডে কয়েকজন বাদে টি২০ খেলার অভিজ্ঞতা সেই দলের খুব বেশিজনের ছিল না। বর্তমান দলের শুরু থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞতায় পরিপূর্ণ। "২০০৭-এ যুবি, বীরু বাদে আমাদের দলে বড় কোনও নাম ছিল না সেভাবে। আমি, অজিত আগারকার সহ অধিকাংশই ছিলাম নতুন। ধোনিও প্রথমবারের মত অধিনায়কত্ব করতে নেমেছিল।"
"২০২৪-এ দেখো, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া- সকলেই ম্যাচ উইনার। তারপর ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবরা তো রয়েইছে।" "আমার মনে হয় সবাই অক্ষরের কথা খুব বেশি বলে না। ফাইনালে ওঁর পারফরম্যান্স দেখো! প্রভাব ফেলার মত খেলেছে ও। অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ধারাবাহিকভাবে ভাল খেলে গিয়েছে। সকলেই ম্যাচ উইনার। টুর্নামেন্ট জুড়ে অসামান্য ক্রিকেট খেলেছে ওঁরা।"
২০০৭-এর বিশ্বকাপের সময় টাটকা স্মৃতি বলতে হরভজন বলছেন দীনেশ কার্তিকের ক্যাচের কথা, "ছোট ছোট অবদান বড় ভূমিকা নেয়। আমার এখনও মনে রয়েছে, দীনেশ কার্তিক গালিতে ফিল্ডিং করার সময়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্রেম স্মিথকে ক্যাচে আউট করার ঘটনা। ছোট অবদান ম্যাচে বড় প্রভাব ফেলে যায়। সেই ক্যাচের স্মৃতি এখনও আমার মনে এখনও সতেজ।"