বিশ্বকাপের পর আপাতত ক্রিকেট থেকে ছোট্ট ব্রেক নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশের স্টার অলরাউন্ডারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। সাময়িক অবসরে পাণ্ডিয়াকে পাওয়া গেল অন্য় অবতারে।
মডেল রূপেই র্যাম্প মাতালেন পাণ্ডিয়া। ল্য়াকমে ফ্য়াশন উইকে শোস্টপার হলেন পাণ্ডিয়া। ফ্য়াশন ডিজাইনার অমিত আগরওয়ালের হয়ে ক্য়াট ওয়াক করলেন পাণ্ডিয়া ও মডেল লিজা হেডন। বুধবার সকালে ল্য়াকমে ফ্য়াশন উইক সেই ছবি টুইট করল।
আরও পড়ুন: দেখুন ভিডিও: ফিরল ‘হোয়াই দিস কোলাভেরি ডি’! সৌজন্য়ে পাণ্ডিয়া ব্রাদার্স
The beautiful @HaydonLisa and the charasmatic @hardikpandya7 turn show stoppers for the grand show of @RElanOfficial presents @iamitaggarwal. #RunwayAtLFW #FreeYourLips #LakmeFashionWeek #5DaysOfFashion #LFW #LFWWF19 pic.twitter.com/MLSjUvJqLY
— Lakmé Fashion Week (@LakmeFashionWk) August 22, 2019
পাণ্ডিয়া শেষবার দেশের জার্সিতে বিশ্বকাপে খেলেছিলেন। নিউজিল্য়ান্ডের কাছে ১৮ রানে হেরেই ভারত বিদায় নিয়েছিল ক্রিকেটের শো-পিস ইভেন্টে তারপর থেকে আর পাণ্ডিয়া দেশের হয়ে মাঠে নামেননি।
গত ১০ অগাস্ট পাণ্ডিয়া তাঁর ভাই ক্রুনালের সঙ্গে কারাওকেতে বিখ্য়াত গান ‘হোয়াই দিস কোলাভেরি ডি’! গেয়েছিলেন। এই গানের কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে এই গানের ভিডিও শেয়ার করেছিলেন। কখনও গানে বা কখনও জিমে, আবার এখন র্যাম্পে। পাণ্ডিয়া মজে আছেন নিজেকে নিয়েই।