বিশ্বকাপে সরকারিভাবে এখনও ভারতের বিদায় ঘটেনি। তবে টিম ইন্ডিয়া যে শোচনীয়ভাবে ব্যর্থ বিশ্বকাপে, তা আর বলার অপেক্ষা রাখে না। চলতি টি২০ বিশ্বকাপের পরের সংস্করণ আগামী বছরে, অস্ট্রেলিয়ায়। সেই কুড়ি কুড়ি বিশ্বকাপের মাত্র ১১ মাস বাকি। তার আগেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের ব্লুপ্রিন্ট করে ফেলতে চাইছেন নির্বাচকরা।
জুনে হোম সিজনের পরেই স্কোয়াড মোটামুটি বেছে রাখবেন জাতীয় নির্বাচকরা। ঘটনা হল, বিশ্বকাপ শেষের আগেই যে দুই তারকার বাদ পড়া একদম নিশ্চিত, তাঁরা হলেন ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পান্ডিয়া। ভুবনেশ্বর কুমার শোচনীয়ভাবে ফর্মের বাইরে। অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার চোট এখন প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। এই দুজনকেই স্বত্তর বাদ দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা।
আরও পড়ুন: ওয়ানডে নেতৃত্বও হারাচ্ছেন কোহলি! বিশ্বকাপের ব্যর্থতায় বড়সড় সিদ্ধান্তের পথে সৌরভরা
আইপিএলে সফল কিছু মুখকে কিউয়ি সিরিজে ডেকে নেওয়া হতে পারে। এই তালিকায় রয়েছেন আইপিএলের কমলা টুপির মালিক রুতুরাজ গায়কোয়াড, অন্যতম সেরা পারফর্মার আবেশ খান, যুজবেন্দ্র চাহাল। বিশ্রামে পাঠানো হতে পারে জসপ্রীত বুমরা, মহম্মদ শামির মত তারকাকেও।
হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কেকেআরের তারকা ভেঙ্কটেশ আইয়ারকে। আমিরশাহি পর্বে দুরন্ত খেলে যিনি নাইটদের ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। অস্ট্রেলিয়ার পেস এবং বাউন্স সহায়ক পিচে ওয়ার্ল্ড কাপের কথা ভেবে উমরান মালিকের মত স্পিডস্টারকে চমক হিসাবে হাজির করতে পারেন নির্বাচকরা। আইপিএলে গতির ঝড় তোলা উমরান অস্ট্রেলিয়ার পিচে সফল হবেন বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: অবসর ভাঙছেন যুবরাজ! বিধ্বস্ত ভারতের কঠিন সময়ে বিশাল আপডেট তারকার
এছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার, দীপক চাহারকে ফেরানো হতে পারে। টেস্টে প্রত্যাবর্তন করানো হতে পারে শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, উমেশ যাদবদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন