/indian-express-bangla/media/media_files/2025/06/02/mJuu6KCz3EBlSpGPfjOZ.jpg)
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিিনায়ক হার্দিক পান্ডিয়া
Mumbai Indians vs Punjab Kings: শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাট থেকে শেষ ছক্কাটা বেরিয়ে আসতেই, মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বুঝে গিয়েছিলেন যে আর কিছু করার নেই। নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলেন যে জয়-পরাজয় আসলে খেলারই একটা অংশ। কিন্তু, তাঁর দু'চোখ কিছুতেই বুঝতে চাইছিল না। আর সেকারণেই তিনি প্রথমে উবু হয়ে মাঠে মাঝখানে বসে পড়েন। হাত দিয়ে চেষ্টা করেন চোখের জল আটকানোর। কিন্তু, শেষপর্যন্ত হাউহাউ করে কেঁদেই ফেললেন তিনি। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার এক একটা জামার দাম কত জানেন? শুনলেই মাথা ঘুরবে
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে IPL 2025 টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। বৃষ্টিবিঘ্নিত এই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে হেরে যায়। আর সেইসঙ্গে চুরমার হয়ে যায় ফাইনালে ওঠার স্বপ্নও। প্রসঙ্গত মুম্বই শেষবার ২০২০ সালে আইপিএল খেতাব জয় করেছিল।
অন্যদিকে, পঞ্জাব কিংস এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। ২০১৪ সালে তারা শেষবার ফাইনালে উঠেছিল। সেইসময় পঞ্জাবের অধিনায়ক ছিলেন জর্জ বেইলি। এই বছর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল প্রীতি জিন্টার দল। আগামী ৩ তারিখ অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে।
দেখে নিন হার্দিক পান্ডিয়ার কান্নার ভিডিও:
A 1⃣1⃣ year wait ends... 🥹#PBKS are in the #TATAIPL 2025 Final and who better than Captain Shreyas Iyer to take them through ❤
— IndianPremierLeague (@IPL) June 1, 2025
Scorecard ▶ https://t.co/vIzPVlDqoC#PBKSvMI | #Qualifier2 | #TheLastMile | @PunjabKingsIPLpic.twitter.com/vILymKxqXp
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে হারের যাবতীয় দায় হার্দিক নিজের কাঁধে তুলে নেন। তিনি বলেন, 'এই হারের সব দায় আমার। অধিনায়ক হিসেবে আমাকে আরও বেশি দায়িত্ব গ্রহণ করা উচিত ছিল।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আজ শ্রেয়স যেভাবে ব্যাট করল, তাতে ও কোনও সুযোগই হাতছাড়া করেনি। দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা যে রানটা করেছিলাম, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল। কিন্তু, লড়াই করার জন্য বোলারদের আরও ভাল পারফরম্য়ান্স দরকার ছিল। সেটাই আমরা করতে পারিনি। পঞ্জাব কিংসের ব্যাটাররা ঠাণ্ডা মাথায় গোটা পরিস্থিতিটা সামলায়। আমাদের চাপে ফেলে দেয়। মোদ্দা কথা, পরিকল্পনামাফিক আমরা পারফরম্য়ান্স করতে পারিনি।'
Hardik Pandya Injury: ফাটল কপাল, বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন হার্দিক! হামলা চালাল কে?
২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্জাবের ব্যাটাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। বিশেষ করে অধিনায়ক শ্রেয়স আইয়ারের কথা তো বলতেই হবে। তিনি ৪১ বলে অপরাজিত ৮৭ রান করেন। ইতিমধ্যে ৫ চার এবং ৮ ছক্কা হাঁকিয়েছেন।