Hardik Pandya Shirt Price: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুধুমাত্র খেলার জন্যই নন, বরং ফ্যাশন স্টাইলের কারণেও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ২২ গজের লড়াইয়ে ছক্কা হাঁকানো হোক কিংবা স্টাইল স্টেটমেন্টে সকলের দৃষ্টি আকর্ষণ করা, সব জায়গাতেই তিনি অলরাউন্ডার ভূমিকা পালন করেন। হার্দিকের স্টাইল এবং আত্মবিশ্বাস সকলেই যথেষ্ট মাতামাতি করেন। এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়াডু। খোলসা করলেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হার্দিকই সবচেয়ে দামি পোশাক পরেন।
সবচেয়ে দামি জামাকাপড় পড়েন হার্দিক পান্ডিয়া
ইএসপিএন ক্রিকইনফো-য় আয়োজিত একটি ক্রিকেটীয় আড্ডায় অম্বাতিকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে দামি জামাকাপড় কে কেনেন এবং পরেন? এই প্রশ্নের জবাবে রায়াডু কোনও চিন্তাই করলেন না। সটান মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নাম উল্লেখ করেন তিনি।
Hardik Pandya and Sai Kishore: সব রাগ গলে জল! খেলা শেষ হতেই কিশোরকে বুকে জড়ালেন হার্দিক! দেখুন ভিডিও
হার্দিক তাঁর স্টাইল এবং বোল্ড ড্রেসিংয়ের কারণে হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। রায়াডু জানান, হার্দিক নিজের জামা-কাপড়ের পিছনে যথেষ্ট টাকা খরচ করে থাকেন। প্রসঙ্গত, ২০২৩ সালে সিয়াসত ডট কমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়, হার্দিকের একটি জামার দাম নাকি ১ লাখ ৩০ হাজার টাকা।
Hardik Pandya Punishment: আবারও সেই একই ভুল! ফের শাস্তির কোপে পড়লেন হার্দিক পান্ডিয়া
জামাকাপড় ছাড়াও টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার জুয়েলারির উপর হাত খুলে খরচ করে থাকেন। হামেশাই তিনি সোনার চেন এবং ঘড়ি পরে থাকেন।
Hardik Pandya Decision: হার্দিক নন, তিলককে রিটায়ার্ড আউট করার পিছনে 'মগজাস্ত্র' কার? দেখুন ভিডিও
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দুর্দান্ত প্রত্যাবর্তন হার্দিকের
গত মরশুমে খারাপ পারফরম্য়ান্সের পর ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন হার্দিক পান্ডিয়া। টানা ৫ ম্য়াচ জিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। ১০ ম্য়াচের মধ্যে তারা হাফ ডজন জয়লাভ করেছে। আর হেরেছে চারটে ম্য়াচে।
Hardik Pandya Divorce: হার্দিক আজও আমার পরিবার, ডিভোর্সের পরও কেন একথা বললেন নাতাশা?
৩১ বছর বয়সি হার্দিক এই মরশুমে ব্যাট হাতেও বেশ ভাল পারফরম্য়ান্স করছেন। তাঁর স্ট্রাইক রেট ১৬০.২৯। পাশাপাশি চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন। পান্ডিয়া এখনও পর্যন্ত ১২ উইকেট শিকার করেন। এরমধ্যে একটি ইনিংসে তিনি পাঁচ উইকেট শিকারও করেন। হার্দিকের আগে রয়েছেন একমাত্র ট্রেন্ট বোল্ট। তিনি ১৩ উইকেট শিকার করেছেন।
আগামী বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স পরবর্তী ম্য়াচ জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে।