Hardik Pandya Break Up: নাতাশা অতীত, টিকল না নতুন প্রেমও! ফের ভাঙল হার্দিকের হৃদয়

Hardik Pandya Jasmin Walia Split: নাতাশা স্ট্য়ানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন বালিয়াকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। শোনা যায়, তাঁরা দুজনেই নাকি একসঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল।

Hardik Pandya Jasmin Walia Split: নাতাশা স্ট্য়ানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন বালিয়াকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। শোনা যায়, তাঁরা দুজনেই নাকি একসঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya Jasmin Walia

জ্যাসমিন বালিয়া এবং হার্দিক পান্ডিয়া

Hardik Pandya: ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ (Nataša Stanković) ২০২৪ সালেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে যায়, ব্রিটিশ গায়িকা জ্যাসমিন বালিয়াকে (Jasmin Walia) নাকি ডেট করছেন হার্দিক। দুজনের ডেটিং গুঞ্জন তো সংবাদ শিরোনামেও উঠে এসেছিল। কিন্তু, হার্দিক কিংবা জ্যাসমিন কেউই এই গুঞ্জনে সিলমোহর দেননি। এবার শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়ার এই নতুন সম্পর্ক কনফার্ম হওয়ার আগেই নাকি ভেঙে গিয়েছে। সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন বালিয়া দুজনেই নাকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন।

Advertisment

Esha Gupta-Hardik Pandya: ক্রিকেট তারকার সঙ্গে তুখোড় প্রেমের চর্চা, হার্দিককে 'বেচারা' বললেন 'না হওয়া প্রেমিকা' এশা?

রেডিটের একটি পোস্ট থেকে শুরু হয় ব্রেক-আপের গুঞ্জন

Advertisment

রেডিটের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন বালিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডলে নাকি একে অপরকে আনফলো করে দিয়েছেন। রেডিট লিখেছে, 'হার্দিক এবং জ্যাসমিন কি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন? সম্প্রতি আমার চোখে এই ব্যাপারটা পড়েছে। আসলে হচ্ছেটা কী?' এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন বালিয়ার ব্রেক-আপ গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও এই ব্য়াপারে তাঁদের থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Top 5 Mistakes By Hardik Pandya: হার্দিকের এই ৫ ভুলেই ডুবল মুম্বই ইন্ডিয়ান্স, হাতছাড়া ষষ্ঠ আইপিএল ট্রফি

ফের নাতাশার কাছেই ফিরছেন হার্দিক?

নাতাশা স্ট্য়ানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়া এবং জ্যাসমিন বালিয়াকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। শোনা যায়, তাঁরা দুজনেই নাকি একসঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল। এরপরই সকলে মনে করেন যে তাঁরা নাকি একে অপরকে ডেট করতে শুরু করেছেন। এমনকী, ক্রিকেট ময়দানেও বেশ কয়েকবার জ্যাসমিনকে দেখতে পাওয়া গিয়েছিল। হার্দিক পান্ডিয়াকে চিয়ার করার জন্যই এসেছিলেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও মাঠে এসেছিলেন জ্যাসমিন বালিয়া। এরপর থেকেই তাঁর প্রেমের গুঞ্জন আরও পাকাপোক্ত হয়ে গিয়েছিল।

Hardik Pandya Crying: মুম্বই হারতেই কেঁদে ফেললেন হার্দিক, নিমেষে ভাইরাল হল সেই ভিডিও! দেখে নিন

কনফার্ম হওয়ার আগেই ভেঙে গেল সম্পর্ক

হার্দিক পান্ডিয়ার ফ্যানেরা অপেক্ষা করছিলেন যে কবে তিনি জ্যাসমিন বালিয়ার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন। কিন্তু, প্রেমের সম্পর্কে সিলমোহর পড়ার আগেই দুজনের ব্রেক-আপ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। জ্য়াসমিন একজন পেশাদার ব্রিটিশ গায়িকা। মডেলিং দুনিয়াতেও তিনি যথেষ্ট সফল। TOWIE থেকে জ্যাসমিন যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

Hardik Pandya Nataša Stanković Jasmin Walia