ট্রেনিং শুরু করলেন হার্দিক পাণ্ডিয়া। প্র্যাকটিসে ফিরলেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার। চোটের জন্য সদ্যসমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তাঁর। সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে তিনি খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। মুম্বইয়ের হয়েই আইপিএলের প্রাক মরসুম শিবিরে গা ঘামালেন তিনি। নিজেই প্র্যাকটিসের ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন। বৃহস্পতিবার পাণ্ডিয়া যে নেট সেশনের ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি এমএস ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শট মারলেন। তিনি এর সঙ্গেই লিখলেন, “বলুন তো কার অনুপ্রেরণায় এই শট?”
আরও পড়ুন: পাণ্ডিয়া বললেন থ্যাঙ্ক ইউ, পাশে পেলেন কোহলিকে
টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পাণ্ডিয়া ও লোকেশ রাহুল। যার ফলে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে ছিলেন তাঁরা। সাসপেনশন উঠতেই মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান-ডে ম্যাচে ফিরেছিলেন তিনি। দেশের জার্সিতে ফিরেই ছাপ রেখেছেন পাণ্ডিয়া। কেন উইলিয়ামসনকে দুরন্ত ক্যাচে ফেরানোর পাশাপাশি ১০ ওভার বল করে দুই উইকেটও তুলে নেন পাণ্ডিয়া। বিশ্বকাপের দলে পাণ্ডিয়ার সুযোগ পাওয়া একপ্রকার নিশ্চিত। চার নম্বর জায়গার সমাধান সূত্রও হতে পারেন তিনি। আইপিএল খেলেই নিজেকে ম্যাচ ফিটল রাখতে চাইবেন পাণ্ডিয়া। আগামী ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।