/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/hppp.jpg)
মাঠে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া, ট্রেনিং সেশনের ভিডিও শেয়ার করলেন সোশালে
পিঠে চোট। তারপর অস্ত্রোপচার। সব মিলিয়ে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে হার্দিক পাণ্ডিয়া। সুরাটের টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন।
দৌড়-ঝাঁপ থেকে জিমে গা ঘামানো। এভাূবেই নিজের ফিটনেস প্রোগ্রাম সাজিয়ে নিয়েছেন। আর তারই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন পাণ্ডিয়া। বলে দেওয়ার প্রয়োজন নেই টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল হতে চলছে পাণ্ডিয়ার নেট প্র্যাকটিসের প্রকৃত মঞ্চ। তার আগে তিনি চাইবেন ফের জাতীয় দলে নিজেকে দেখতে।
পাণ্ডিয়া টুইটারে লিখছেন, "অনেক দিন হয়ে গেল আমি এখানে আসিনি। মাঠে ফেরার অনুভূতিই আলাদা।" পাণ্ডিয়ার টুইট শেয়ার করেছে তার আইপিএল ফ্র্য়াঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের ও টুর্নামেন্টের সর্বোচ্চ চ্য়াম্পিয়ন দল বলছে পাণ্ডিয়া ফিরছে ফিটনেসে।
আরও পড়ুন-বার্থ-ডে বয় পাণ্ডিয়াকে লন্ডনে গিয়ে শুভেচ্ছা জানালেন নীতা আম্বানি
Been too long since I've been out there. No better feeling than to be back on the field ????????♂???? pic.twitter.com/GBLWLsV3k0
— hardik pandya (@hardikpandya7) November 27, 2019
????♂????????♂ Getting back to full-fitness ????#OneFamily#CricketMeriJaan#MumbaiIndians@hardikpandya7https://t.co/IvNqJv4qBM
— Mumbai Indians (@mipaltan) November 27, 2019
Pilates to help me with my recovery.. Doing everything I can and more to get out there stronger and better than before. Thank you for all your encouraging wishes ???? #TrustTheProcesspic.twitter.com/MKVCvdTE65
— hardik pandya (@hardikpandya7) November 15, 2019
অক্টোবরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে চোটের জন্য়ই ছিটকে যেতে হয় হার্দিককে। লোয়ার-ব্য়াকের ইস্যু নিয়ে তিনি টি-২০ সিরিজ খেলেছিলেন ঠিকই কিন্তু টেস্টের জন্য় নির্বাচকরা তাঁকে দলে রাখেননি। এরপরই লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করিয়ে নিলেন হার্দিক।
আরও পড়ুন-অস্ত্রোপচার সফল, সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন পাণ্ডিয়া
হার্দিকের পিঠের চোটের সমস্য় আজকের নয়। দীর্ঘদিনই চোট ভোগাচ্ছে তাঁকে। ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগেই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু এই চোটের সূত্রপাত গতবছর এশিয়া কাপের সময়। পাকিস্তানের বিরুদ্ধে খেলা চলাকালীনই তাঁকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল।