Advertisment

জাতীয় দলের ক্যাপ্টেন এবার হার্দিক! IPL জয়ী নেতাকে নিয়ে বড় ঘোষণা BCCI-এর

আয়ারল্যান্ডে টি২০ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। উইকেটকিপার হিসাবে রয়েছেন দীনেশ কার্তিক।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিয়ে ট্রফি জেতানোর পুরস্কার পেলেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ড সফরে ভারতের যে টি২০ স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই দলের নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরের সময়েই টেস্ট দল ইংল্যান্ডে খেলতে ব্যস্ত থাকবে। সেই সময় কার্যত প্ৰথম সারির তারকাদের বাদ দিয়েই আয়ারল্যান্ড সফরের দল ঘোষিত হল। হার্দিক পান্ডিয়ার ডেপুটি হিসাবে বাছা হয়েছে ভুবনেশ্বর কুমারকে।

Advertisment

নিয়মিত একাধিক তারকা না থাকায় নতুনদের সুযোগ মিলছে। প্ৰথমবারের জন্য ডাক পেলেন রাহুল ত্রিপাঠি। যিনি কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দুরন্ত খেলেছিলেন। ৩৭.৫৪ গড়ে ১৫৮.২৩ স্ট্রাইক রেটে ঝড় তুলেছিলেন তারকা। এছাড়াও সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তন ঘটেছে জাতীয় দলে।

আরও পড়ুন: IPL-এ প্রত্যেক ওভার থেকে বোর্ডের লাভ কোটি কোটি! হিসাব জেনে ভিরমি খাচ্ছে সবাই

আইপিএলে ভালো খেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতীয় দলে জায়গা পাননি সঞ্জু। অন্যদিকে, সূর্যকুমার যাদব আবার আইপিএলের মাঝপথে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চোটের কারণে খেলতে পারেননি তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে নেতা হিসেবে বাছা হয়েছিল কেএল রাহুলকে। তবে সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান রাহুল। নেতৃত্বে আনা হয় ঋষভ পন্থকে। আয়ারল্যান্ড সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে পন্থকে। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টি২০-তে নিজের জায়গা ধরে রেখেছেন দীনেশ কার্তিক। সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটকিপার হিসাবে স্কোয়াডে জায়গা পেয়েছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:

হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ভুবনেশ্বর কুমার (ভাইস ক্যাপ্টেন), ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক

Ireland BCCI Indian Cricket Team Hardik Pandya
Advertisment