Advertisment

Anshul Kamboj: ১ ইনিংসেই ১০ উইকেট! কুম্বলের সেই ঐতিহাসিক রেকর্ডে ফের এক ভারতীয়, তছনছ ইতিহাস

Ranji Trophy: ইতিহাস গড়ে ফেললেন ভারতের তারকা পেসার, কুম্বলের সঙ্গে বসে পড়লেন একই আসনে, বোলিংয়ের জাদুতে মুগ্ধ করলেন নির্বাচক থেকে দর্শক, বিশেষজ্ঞদের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Anshul Kamboj, Ranji Trophy, অংশুল কম্বোজ, রঞ্জি ট্রফি,

Anshul Kamboj-Ranji Trophy: হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফিতে অংশুল কম্বোজ। (ছবি- ইনস্টাগ্রাম)

Anshul Kamboj bags 10 wickets haul in Ranji Trophy: এক ইনিংসে ১০ উইকেট নিয়ে অভিজাত শ্রেণির ভারতীয় বোলারের তালিকায় ঢুকে পড়লেন হরিয়ানার অংশুল কম্বোজ। তিনি রঞ্জিতে এই উইকেট নিলেন। ৪৯ রানে ১০ উইকেট নিয়েছেন অংশুল। তিনি হলেন ষষ্ঠ ভারতীয় বোলার, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিলেন। এই উইকেট সংগ্রহের মাধ্যমে কিংবদন্তি লেগ-স্পিনার অনিল কুম্বলে ও সুভাষ গুপ্তের সঙ্গে একসারিতে উঠে এলেন অংশুল। আর, রঞ্জিতে তিনি এক ইনিংসে ১০ উইকেট নেওয়া তৃতীয় বোলার হিসেবে নাম তুললেন। 

Advertisment

লাহলিতে পঞ্চম রাউন্ডের ম্যাচের ৩য় দিনে কেরলের বিরুদ্ধে বোলিং করে এই মাইলফলক অর্জন করেছেন অংশুল। তাঁর বোলিংয়ে কেরলের পুরো টপ-অর্ডার ধসে পড়েছে। তিনি চা বিরতির আগেই হাফ সেঞ্চুরি করা চার জন খেলোয়াড়কে ফিরিয়ে দেন। এই ব্যাপক সাফল্যের পর কম্বোজ ১৯ প্রথম-শ্রেণির ম্যাচে ৫০টি  উইকেট নিলেন।

আরও পড়ুন- 'বুড়ো' টাইসনের সামনে ২৭ বছরের পল! বক্সিংয়ের সেরা রক্তারক্তি ম্যাচ ভারতে কখন, কোথায়, কোন চ্যানেলে

কম্বোজ গত সন্ধ্যাতেই আট উইকেট নিয়ে নিয়েছিলেন। সকালে প্রথম ওভারে তিনি বাসিল থামপিকে আউট করে। এটা ছিল তাঁর নবম উইকেট। এরপর শোন রজারকে আউট করে তিনি প্রথম ইনিংসে ২৯১ রানে কেরলকে গুটিয়ে দেন। প্রথম ইনিংসে কম্বোজের পরিসংখ্যান: ৩০.১-৯-৪৯-১০।

রঞ্জির ইতিহাসে এর আগে তৃতীয় বোলার হিসেবে প্রেমাংশুমোহন চ্যাটার্জি ও প্রদীপ সুন্দরম এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। এরমধ্যে প্রেমাংশুমোহন চ্যাটার্জি বাংলার হয়ে ১৯৫৬-৫৭ সালে ওই উইকেট নিয়েছিলেন। আর সুন্দরম ১৯৮৫-৮৬ সালে বিদর্ভের বিরুদ্ধে একটি ম্যাচে রাজস্থানের হয়ে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

রঞ্জি ট্রফিতে বোলিংয়ের সেরা পরিসংখ্যান:

প্রেমাংশু চ্যাটার্জি (বাংলা-অসম ম্যাচ) ১৯৫৬-৫৭ মরশুমে ২০ রানে নিয়েছিলেন ১০ উইকেট
অংশুল কম্বোজ (হরিয়ানা-কেরল ম্যাচ)  ২০২৪-২৫ মরশুমে ৪৯ রানে নিয়েছেন ১০ উইকেট
প্রদীপ সুন্দরম (রাজস্থান-বিদর্ভ ম্যাচ) ১৯৮৫-৮৬ মরশুমে ৭৮ রানে নিয়েছিলেন ১০ উইকেট

সেই হিসেবে কম্বোজ হলেন ষষ্ঠ ভারতীয় বোলার, যিনি এক ইনিংসে ১০ উইকেট নিলেন। কারণ, এর আগে অনিল কুম্বলে, সুভাষ গুপ্তে ও দেবাশিস মোহান্তিও এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। কম্বোজ সম্প্রতি ওমানে এসিসি ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত এ দলের হয়ে খেলেছেন। এবার তিনি ঘরোয়া লাল-বলের মরশুম শুরু করেন দলীপ ট্রফি দিয়ে। সেখানেও দুর্দান্ত খেলেছেন কম্বোজ। টুর্নামেন্টে তিনি তৃতীয় পেসার হিসেবে আট উইকেট নিয়েছেন। এর আগে দলীপ ট্রফিতে দেবাশিস মোহান্তি ৪৬ রানে ১০ উইকেট নিয়েছিলেন। অশোক দিন্দা ১২৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়া ভারতের অন্য বোলাররা:

অনিল কুম্বলে (ভারত-পাকিস্তান ম্যাচ) ১৯৯৯ সালে ৭৪ রানে নিয়েছিলেন ১০ উইকেট     
দেবাশিস মোহান্তি (পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ) ২০০০-০১ মরশুমে ৪৬ রানে নিয়েছিলেন ১০ উইকেট
সুভাষ গুপ্তে (বোম্বে-পাকিস্তান কম্বাইন্ড সার্ভিস এবং বাহাওয়ালপুর একাদশ) ১৯৫৪-৫৫ মরশুমে ৭৮ রানে নিয়েছিলেন ১০ উইকেট

আইপিএল ২০২৪-এ কম্বোজ মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। অবশ্য মাত্র ৯টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। বিজয় হাজারে ট্রফিজয়ী হরিয়ানা দলেও ছিলেন কম্বোজ। তিনি বিজয় হাজারে ট্রফিতে ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীদের তালিকায় স্থান করে নিয়েছেন। এ তালিকাভুক্ত ১৫টি ম্যাচে কম্বোজের রয়েছে মোট ২৩টি উইকেট।

 

cricket haryana Anil Kumble Ranji Trophy Cricket News Anshul Kamboj Subhash Gupte
Advertisment