Mike Tyson vs Jake Paul LIVE Streaming Details: কিংবদন্তি বক্সার মাইক টাইসন ও ইউটিউবার জেক পলের মধ্যে বহুল প্রত্যাশিত হেভিওয়েট লড়াই শুক্রবার (১৫ নভেম্বর) টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি (AT&T) স্টেডিয়ামে আয়োজিত হবে। টেক্সাস লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন ডিপার্টমেন্ট অনুমোদিত এই পেশাদার লড়াই প্রথমে ২০ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু, চিকিৎসার জন্য টাইসনকে ২৬ মে মিয়ামি থেকে লস অ্যাঞ্জেলেস ছুটতে হয়। এরপরই চিকিৎসকরা টাইসনকে বিশ্রামের পরামর্শ দেন। তাঁকে ম্যাচে না নেমে আগামী কয়েক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
টাইসনের বয়স বর্তমানে ৫৮। তিনি ১৯ বছর পর পেশাদার বক্সিং রিংয়ে ফিরছেন। এর আগে তিনি ২০০৫ সালে কেভিন ম্যাকব্রাইডের কাছে পরাজিত হয়েছিলেন। ২০২০ সালে রয় জোন্সের সঙ্গে টাইসন লড়েছিলেন। সেই প্রদর্শনী ম্যাচ ড্র হয়েছিল। এছাড়াও টাইসন বহু ম্যাচ লড়েছেন। যা ক্রীড়া দুনিয়ায় রীতিমতো উন্মাদনা তৈরি করেছে। টাইসন ২০ বছর বয়সে বিশ্বসেরা বক্সার হন। ১৯৮৬ সালে তিনি ট্রেভর বারবিককে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিলেন।
টাইসনের এবারের প্রতিদ্বন্দ্বী জেক পলের বয়স ২৭ বছর, ইউটিউবার থেকে বক্সিং জগতে এসেছেন। ২০২০ সালে তিনি পেশাদার বক্সিংয়ে আসেন। বেশিরভাগই প্রাক্তন এমএমএ (MMA) ফাইটারদের বিরুদ্ধে তিনি লড়াই করে খ্যাতি পেয়েছেন। পল ফেব্রুয়ারিতে টমি ফিউরির কাছে পরাজিতহন। তার আগে তিনি ছয়টি বক্সিং খেতাব জিতেছেন।
মাইক টাইসন-জেক পল ম্যাচ ৮ রাউন্ডের হবে। প্রতিটি রাউন্ড হবে দুই মিনিটের। হেভিওয়েট খেতাবের জন্য এই ম্যাচ আয়োজিত হবে। কোনও টিভি চ্যানেলে দেখানো হবে না। এটি নেটফ্লিক্স-এ লাইভ-স্ট্রিম করা হবে। লড়াইয়ের পরিস্থিতি শুরু হবে ১৫ নভেম্বর রাত ৮টায়। লড়াই শুরু হবে ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায়। দুই অংশগ্রহণকারীর মধ্যে বয়সের বিশাল ব্যবধানের জন্য এই ম্যাচকে ঘিরে একাধিক নিয়ম লাগু হয়েছে। টাইসন এবং পল উভয়কেই ১০ আউন্স গ্লাভসের বদলে ১৪ আউন্স গ্লাভস ব্যবহার করতে হবে।
আরও পড়ুন- প্রস্তুতির মধ্যেই সোজা হাসপাতালে কোহলি! প্ৰথম টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় বিরাট দুর্ভাবনায় টিম ইন্ডিয়া
এই ম্যাচের আগে বৃহস্পতিবার, ১৪ নভেম্বর এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে এক মহিলা সাংবাদিক টাইসনকে প্রশ্ন করেছিলেন, তিনি হেরে গেলে কী হবে? জবাবে টাইসন ২২৭.২ পাউন্ডের হাত দিয়ে জেক পলের গালে চড় মেরে বসেন। এরপরই তিনি বলেন, 'কথা শেষ'। পালটা রেগে যান পল। তিনি বলে ওঠেন, 'ঠিক গায়ে লাগল না। ও রেগে গেছে।' ব্যাপারটা আরও গড়াত। কিন্তু, রক্ষীরা দু'জনকে সরিয়ে নিয়ে যান।