Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পুরস্কার! অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে যে কারও

Champions Trophy's prize money: চ্যাম্পিয়ন দল পাবে ১৯.৫০ কোটি টাকা। রানার্স আপ পাবে ৯.৭২ কোটি টাকা। সেমিফাইনালে পরাজিতরা পাবে ৪.৮৬ কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Champions Trophy 2025: শুক্রবারই চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারের অর্থের পরিমাণ সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করেছে আইসিসি

Champions Trophy 2025: শুক্রবারই চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারের অর্থের পরিমাণ সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করেছে আইসিসি। (ছবি- টুইটার/শাহিদ আফ্রিদি)

Champions Trophy's prize money: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার অর্থ ঘোষণা করল আইসিসি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই ঘোষণা করেছে। ১৯ ফেব্রুয়ারি, বুধবার পাকিস্তান এবং দুবাইয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। এই ব্যাপারে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, 'পুরুষদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রিকেটের জন্য এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই নতুন প্রতিভাদের তুলে আনে। এই ওডিআই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে এবং প্রতিযোগিতার মর্যাদাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

Advertisment

জয় শাহ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিযোগিতার মাত্রা থাকে তুঙ্গে। এই ট্রফির দিকে গোটা বিশ্ব চেয়ে থাকে। ভবিষ্যৎ প্রজন্ম এই টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসার সুযোগ পায়। ক্রিকেটের প্রসারেও চ্যাম্পিয়ন্স ট্রফির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' এই টুর্নামেন্টে মোট আটটি দল খেলবে। এই দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে খেলানো হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। ২০১৭ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরস্কারের অর্থ ৫৩ শতাংশ বেড়েছে। সেবার টুর্নামেন্টে পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনালে জিতেছিল। পুরস্কারের অর্থের পরিমাণ ছিল ৫৯.৯ কোটি টাকা। 

এবারের ট্রফিতে চ্যাম্পিয়ন দল পাবে ১৯.৫০ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ৯.৭২ কোটি টাকা। সেমিফাইনালে পরাজিতরা পাবে ৪.৮৬ কোটি টাকা। প্রতিটি গ্রুপ ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ২৯.৫০ লক্ষ টাকা। পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৩.০৪ কোটি টাকা করে। সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলো ১.২১ কোটি টাকা করে পাবে। এর পাশাপাশি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকেই ১.০৮ কোটি টাকা দেওয়া হবে। 

আরও পড়ুন- বেকায়দায় নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না প্রধান বোলারকেই

Advertisment

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে। ট্রফির বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে। ভারত নিরাপত্তার খাতিরে পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি। এনিয়ে প্রথমে ব্যাপক জলঘোলা হয়েছিল। পরে, আইসিসি ভারতীয় ক্রিকেট সংস্থার দেওয়া হাইব্রিড মডেল মেনে নেয়। তারপরই টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়েছে। ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে ওঠে, তবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্য়াচগুলো দুবাইয়েই হবে। না-হলে ওই ম্যাচগুলো হবে পাকিস্তানে। গ্রুপ পর্যায়ে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই রয়েছে একই গ্রুপে।  

cricket ICC pakistan Champions Trophy Cricket News Dubai Prize