Advertisment

২১৯ কিমিতে বোলিং হাসান আলির! তোলপাড় ফেলা গতি বাংলাদেশ ম্যাচে, দেখুন ভিডিও

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে অভাবনীয় কীর্তি ঘটে গেল। হাসান আলির বলের গতি উঠল ২১৯ কিমিতে। আসল রহস্য ফাঁস হল একটু পরেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে ম্যাথু ওয়েডের মোক্ষম ক্যাচ ফেলে এক সপ্তাহ আগেই শিরোনামে উঠে এসেছিলেন পাকিস্তান পেসার হাসান আলি। এবার বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টি২০ ম্যাচে ফের একবার আলোচনায় উঠে এলেন। ২১৯ কিমিতে বল করে। এমনকি স্পিনার মহম্মদ নওয়াজ-ও ১৪৮ কিমি গতিতে বোলিং করে গেলেন।

Advertisment

সবমিলিয়ে এমন কাণ্ডে তোলপাড় পরে গেল ক্রিকেট বিশ্বে। তবে পরে জানা যায় স্পিডোমিটারের ত্রুটিতেই এমন কান্ড ঘটে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার তোলপাড় ফেলা গতির রহস্য ফাঁস হওয়ার পরে এই ঘটনা আপাতত ভাইরাল। ক্রিকেটের অল্পবিস্তর খোঁজ খবর রাখা ব্যক্তিরা অবশ্য আগেই জানতেন, বাস্তবিকভাবে এমন ঘটনা অসম্ভব।

আরও পড়ুন: ধোনির শহরে রোহিতের জন্য চরম পাগলামি! মাঠেই বেনজির কাণ্ড সমর্থকের, রইল ভিডিও

হাসান আলির দ্বিতীয় ওভারের ঘটনা। সেই ওভারের দ্বিতীয় বলের পরেই হঠাৎ দেখা যায় বলের গতি ২১৯ কিমি (১৩৬ মাইল)! কিছুক্ষণ পরে স্পিনার মহম্মদ নওয়াজের বলের গতি দেখা যায় ১৪৮ কিমি (৯২ মাইল)। তারপরেই তাজ্জব হয়ে যায় ক্রিকেট মহল। পরে আসল ঘটনা জানা যায়।

ঘটনা হল, ক্রিকেট ইতিহাসে ব্রেট লি, শন টেট এবং শোয়েব আখতারের একমাত্র ১০০ মাইল বা ততোধিক গতিতে বোলিং করার নজির রয়েছে। স্পিডোমিটারের যান্ত্রিক ত্রুটি ছাড়া এমন ঘটনা সম্ভব-ই নয়। স্পিনারদের ক্ষেত্রে সাধারণত বোলিং গতি থাকে ৭০-১০০ কিমি। ১৪৮ কিমি গতি ওঠা কোনওভাবেই সম্ভব নয়।

যাইহোক, বিশ্বকাপে তুখোড় ফর্মে থাকা পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টি২০-তে কোনওরকমে জয় পেল। দুই বিশ্বকাপ হিরো বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান প্ৰথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। তবে ফখর জামান, খুশদিল শাহ এবং শাদাব খান পাক জয়ে অবদান রাখেন।

পাকিস্তানের বোলিং যথারীতি অনবদ্য হলেও ব্যাটসম্যানরা বিশ্বকাপের ফর্ম দেখাতে পারেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Pakistan Cricket Bangladesh Cricket
Advertisment