ব্যাট হাতে বহু রেকর্ড গড়েছেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে গর্বিত করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তারকা ক্রিকেটার হাসিম আমলাকে। কিছুদিন আগেই স্বদেশীয় ডেল স্টেইন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। সেই পথেই এবারে হাঁটলেন আমলা। তবে স্টেইনকে আন্তর্জাতিক আঙিনায় সীমিত ওভারের ক্রিকেটে দেখা গেলেও আমলা সমস্ত ফর্ম্যাট থেকেই অবসর নিলেন। আন্তর্জাতিক ম্য়াচে দেখা না গেলেও তারকা ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে।
বৃহস্পতিবার বিদায় ঘোষণা করে হাসিম আমলা আবেগরূদ্ধ কণ্ঠে জানালেন, প্রথমেই সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। সব কৃতিত্ব সর্বশক্তিমানের, যিনি আমাকে প্রোটিয়াদের জার্সিতে খেলার সুযোগ করে দিয়েছেন। ক্রিকেট আমার কাছে শিক্ষকের মতো ছিল। খেলার সময়ে বহুজনকে বন্ধু হিসেবে পেয়েছি। তাদের সঙ্গে ভালবাসা ভাগাভাগি করে নিয়েছি। সবসময়ে আমাকে সমর্থন করার জন্য বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই।
আরও পড়ুন খানা-পিনায় মজে বিরুষ্কা, সঙ্গী আরেক ভারতীয় ক্রিকেটার
ভিডিও দেখুন: ৭/১৮, টোয়েন্টি-টোয়েন্টিতে ইতিহাস প্রোটিয়া স্পিনারের
আমূল বদল কোহলির, ভিডিও পোস্ট করে শোনালেন শেষ তিন বছরের গল্প
বিশ্বক্রিকেটে হাসিম আমলা বড় এক নাম। অন্যতম সফল ব্যাটসম্যান। দেড় দশকের কাছাকাছি ক্রিকেট কেরিয়ারে ১২৪টি টেস্ট খেলেছেন তিনি। ২৮ শতরান সহ ৯২৮২ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যা ২৭টি। একমাত্র দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিনশো রানের কৃতিত্ব অর্জন করেছিলেন। ২০১৩ সালে ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। অনবদ্য পারফরম্যান্সের জন্য় আমলাকে আইসিসির টেস্টের ক্রমতালিকায় প্রথম স্থান দখল করেন। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ১৮১টি ম্যাচে অংশ নিয়ে ৮১১৩ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০ রানের কৃতিত্বও তাঁর দখলে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকান ২০১০ ও ২০১৩ সালে ক্রিকেটার অফ দ্য ইয়ার সম্মানেও ভূষিত করা হয়।
এমন দুর্ধর্ষ রেকর্ড নিয়েই সরে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার বিদায় সম্পর্কে আবেগঘন আমলা জানান, "সর্ব প্রথমে, সব কৃতিত্ব সর্বশক্তিমানের, যিনি আমাকে প্রোটিয়াদের জার্সিতে খেলার সুযোগ করে দিয়েছেন। ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি অনেক বন্ধু পেয়েছি। তাদের সঙ্গে ভালবাসা ও ভাতৃত্ব ভাগাভাগি করেছি। আমাকে সমর্থন দেওয়ার জন্য আমার পিতামাতাকে ধন্যবাদ জানাতে চাই।"
Read the full article in ENGLISH