Mohammed Shami-Hasin Jahan Alimony case: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা মহম্মদ সামি (Mohammed Shami)। স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) এবং মেয়ে আইরার জন্য প্রতি মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে সামিকে। হাইকোর্টের রায়ের পরই স্বামীর বিরুদ্ধে তোপ দাগলেন হাসিন। দাম্পত্য জীবনের একাধিক বিষয় নিয়ে প্রকাশ্য সামিকে কাঠগড়ায় তুলেছেন হাসিন। তিনি বলেছেন যে, বিয়ের পর সামি জোর করে তাঁকে মডেলিং ছাড়িয়ে বাড়ির বউ বানিয়ে দিয়েছিলেন। আদালত সামিকে প্রতি মাসে তার স্ত্রী হাসিন জাহান ও মেয়ে আয়রার জন্য মোট ৪ লাখ টাকা ভরণপোষণ দিতে বলেছে। এর মধ্যে স্ত্রীকে ১ লাখ ৫০ হাজার এবং মেয়েকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে।
হাসিন জাহান জেলা সেশন কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন, দায়রা আদালত ২০২৩ সালে সামিকে স্ত্রীকে ৫০ হাজার টাকা ও মেয়েকে ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
হাসিন জাহান বলেছেন, যেহেতু তিনি কোনও উপার্জন করেন না, তাই মহম্মদ সামিকে তাঁর পুরো ভরণপোষণের দায়িত্ব নিতে হবে। হাসিন আরও বলেন, সামির যে মান-সম্মান রয়েছে, সেই অনুযায়ী হাসিন ও তাঁর মেয়েরও সম্মানের জীবনযাপনের অধিকার রয়েছে। সামির মেয়ে আয়রা এখন মায়ের কাছেই থাকে।
সামি জোর করে মডেলিং ছাড়িয়েছিল
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিন জাহান বলেন, ‘বিয়ের আগে আমি মডেলিং ও অভিনয় করতাম। সামি আমাকে আমার পেশা ছাড়তে বাধ্য করে। সে চেয়েছিল আমি শুধু গৃহবধূ হয়ে থাকি। আমি সামিকে এত ভালবাসতাম যে হাসিমুখে সব ছেড়ে দিয়েছিলাম…! কিন্তু এখন আমি কোনও আয় করি না। আমাদের ভরণপোষণের দায়িত্ব সামিকেই নিতে হবে। সেই দায়িত্ব সে নিতে অস্বীকার করায় আমাদের আদালতের শরণাপন্ন হতে হয়। আল্লাহর দয়া যে আমাদের দেশে এমন আইন আছে, যা মানুষকে তাঁদের দায়িত্ব পালন করতে বাধ্য করে। যদি আপনি কারও সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে তাঁর মুখ দেখে বোঝা যায় না যে তাঁর চরিত্র খারাপ কি না, সে অপরাধী কি না বা সে আপনার ও আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করবে কি না। আমিও এমনই প্রতারিত হয়েছি।’
আরও পড়ুন লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির
হাসিন জাহানের আইনজীবীর প্রতিক্রিয়া
হাই কোর্টের রায়ের পর হাসিন জাহানের আইনজীবী ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এই রায় হাসিন জাহানের জন্য বড় জয়। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরেছেন। অবশেষে হাইকোর্টের রায়ে ঠিক হয়েছে যে হাসিন জাহান ১.৫ লাখ টাকা এবং মেয়ে ২.৫ লাখ টাকা (মাসিক) পাবেন। আর মেয়ের যখনই প্রয়োজন হবে, মহম্মদ সামিকে তাকে সহযোগিতা করতে হবে।’
বিয়ের চার বছর পর দায়ের হয় অভিযোগ
হাসিন জাহান ২০১৪ সালের এপ্রিল মাসে বিয়ে করেছিলেন এবং বিয়ের চার বছর পর ২০১৮ সালের মার্চ মাসে সামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন। তিনি পারিবারিক হিংসায় মহিলাদের সুরক্ষা আইন (PWDV Act), ২০০৫-এর ধারা ১২-এর অধীনে শারীরিক ও মানসিক নির্যাতন এবং নাবালিকা মেয়ের প্রতি অবহেলার অভিযোগ করেছিলেন।
২০১৪ সালে বিয়ে করেছিলেন সামি ও হাসিন
উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাহাসপুর আলিনগরের বাসিন্দা ক্রিকেটার মহম্মদ শামি ৬ জুন ২০১৪ সালে কলকাতার হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেছিলেন। হাসিন ছিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার। খুব অল্প সময়েই তাঁদের বন্ধুত্ব থেকে প্রেম হয় এবং তাঁরা বিয়ে করেন। যদিও পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ককে মেনে নেওয়া হয়নি, কারণ হাসিন ছিলেন ডিভোর্সি। ২০০২ সালে বীরভূম জেলার সইফুদ্দিনের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি এবং তাঁদের দুটি মেয়ে রয়েছে। ২০১৮ নাগাদ সামি ও হাসিনের সম্পর্কের অবনতি শুরু হয়।