ভাঙা পাঁজরে মডেলিং হাসান আলির, ধুয়ে দিলেন পাক সমর্থকরা

র‌্যাম্পে হেঁটে চূড়ান্ত সমালোচিত হলেন পাকিস্তানের হাসান আলি। পাঁজরে চির ধরায় আপাতত ক্রিকেটের বাইরে তিনি। অথচ মডেলিংয়ের জন্য় ঠিক সময় বার করে নিলেন পাক পেসার।

র‌্যাম্পে হেঁটে চূড়ান্ত সমালোচিত হলেন পাকিস্তানের হাসান আলি। পাঁজরে চির ধরায় আপাতত ক্রিকেটের বাইরে তিনি। অথচ মডেলিংয়ের জন্য় ঠিক সময় বার করে নিলেন পাক পেসার।

author-image
IE Bangla Web Desk
New Update
Hassan Ali walks ramp with fractured ribs

ভাঙা পাঁজরে র‌্যাম্প ওয়াক হাসান আলির, ধুয়ে দিলেন পাক সমর্থকরা

র‌্যাম্পে হেঁটে চূড়ান্ত সমালোচিত হলেন পাকিস্তানের হাসান আলি। পাঁজরে চির ধরায় আপাতত ক্রিকেটের বাইরে তিনি। অথচ মডেলিংয়ের জন্য় ঠিক সময় বার করে নিলেন পাক পেসার।যা দেখে মেজাজ হারালেন পাক ফ্য়ানেরা।

Advertisment

চোটের জন্য় গত ৩০ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'ম্য়াচের টেস্ট সিরিজেই ছিটকে যান আলি। পাশাপাশি কুয়েদ-ই-আজম ট্রফি থেকেও গত সপ্তাহে নিজের নাম প্রত্য়াহার করে নিয়েছেন তিনি। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খাইবার পাখতুনওয়ালার হয়ে খেলার কথা ছিল গত অগাস্টে সাতপাকে বাঁধা পড়া ক্রিকেটার।

Advertisment

আলি মেডিক্য়াল টেস্টের রিপোর্ট ও স্ক্য়ান বলছে যে তাঁর কর্টিকাল রিব ফ্র্য়াকচার হয়েছে। পিঠের সমস্য়ার কারণেই গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন-ভিডিও: বিয়ের আসরেও ভাইরাল হাসানের ট্রেডমার্ক সেলিব্রেশন

হিসেব মতো আলির রিহ্য়াবে থাকার কথা। দ্রুত চোট সারিয়ে ফেরার প্রস্তুতিতেই থাকা উচিত ছিল তাঁর। কিন্তু আলি সেই পথে না-হেঁটে র‌্যাম্পে গিয়েও ট্রেডমার্ক ‘বোম্ব এক্সপ্লোশন’ সেলিব্রেশন করছেন।

পাক সাংবাদিক সাজ সাদিক তাঁর টুইটারে হাসানের র‌্যাম্প ওয়াকের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ফ্য়ানেরা হাসানের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তাঁরা এও বলেন যে, আলি পয়সার কথা ভেবেই মডেলিংটা করেছেন। তাঁর কাছে টাকাই আগে দেশ পরে।

pakistan