New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/jp.jpg)
ভিডিও: বিয়ের আসরেও ভাইরাল হাসানের ট্রেডমার্ক সেলিব্রেশন
গত মঙ্গলবার দুবাইয়ে সাতপাকে বাঁধা পড়লেন পাকিস্তানের পেস বোলার হাসান আলি। তিনি বিয়ে করলেন ভারতের মেয়ে সামিয়া আরজুকে। শোয়েব মালিক আর সানিয়া মির্জার পর ফের এক ক্রিকেটারের ইন্দো-পাক কানেকশেন।
ভিডিও: বিয়ের আসরেও ভাইরাল হাসানের ট্রেডমার্ক সেলিব্রেশন
গত মঙ্গলবার দুবাইয়ে সাতপাকে বাঁধা পড়লেন পাকিস্তানের পেস বোলার হাসান আলি। তিনি বিয়ে করলেন ভারতের মেয়ে সামিয়া আরজুকে। শোয়েব মালিক আর সানিয়া মির্জার পর ফের এক ক্রিকেটারের ইন্দো-পাক কানেকশেন। বিয়ের সেলিব্রেশন এখনও চলছে। আর বিয়ের মধ্য়েও ভাইরাল হল হাসানের ট্রেডমার্ক 'বোম্ব এক্সপ্লোশন' সেলিব্রেশন।
Last night as a bachelor..!???????? looking forward ???? pic.twitter.com/0TDKuYRkZm
— Hassan Ali ???????? (@RealHa55an) August 19, 2019
মেহেন্দির আগে বন্ধুদের সঙ্গে ডেজার্ট সাফারি করার সময় 'বোম্ব এক্সপ্লোশন' সেলিব্রেট করেই ফটোশুট সারলেন হাসান। সেই ভিডিও শেয়ার করেছেন পাক সাংবাদিক সাজ সাদিক। তিনিই জানালেন যে, হাসান এখানে এসেও চিরাচরিত মেজাজে সেলিব্রেট করছেন।
আরও পড়ুন: পাক পেসার বিয়ে করছেন ভারতের মেয়েকে, অনুষ্ঠানের দিন পাশে চাইছেন ধোনি-কোহলিদের
Hassan Ali doing his wicket-taking celebration at a desert safari ahead of his Mehndi today pic.twitter.com/J37jZySDOk
— Saj Sadiq (@Saj_PakPassion) August 19, 2019
হাসান যে 'বোম্ব এক্সপ্লোশন' করে বিখ্য়াত হয়েছিলেন, সেই সেলিব্রশনই তাঁর বড় রকমের বিপদ ডেকে আনছিল ২০১৮-র জুলাই মাসে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান-ডে ম্য়াচে রায়ান মুরেকে আউট করার পর ওই ভঙ্গিতে সেলিব্রেট করতে গিয়েই ঘাড়ে টান ধরে গিয়েছিল হাসানের। যা দেখে তাঁর সতীর্থরাই হেসে ফেলেছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল।
হাসানের স্ত্রী সামিয়া ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে এয়ারোনটিকসের ডিগ্রিধারী। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়ার তিনি। সামিয়া দুবাইতে থাকেন। তাঁর পরিবার নয়া দিল্লিতে রয়েছে।