Hayley Jensen Retirement: মাত্র ৩২ বছরেই সব শেষ! বিদায় জানালেন তারকা ক্রিকেটার

Hayley Jensen stats: হেইলি জেনসেন ২০২২ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সাল মিলিয়ে তিনি মোট ৪ বার আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

Hayley Jensen stats: হেইলি জেনসেন ২০২২ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সাল মিলিয়ে তিনি মোট ৪ বার আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hayley Jensen Retirement

অবসর গ্রহণ করলেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার হেইলি জেনসেন

Hayley Jensen: গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ২০২৫ আইপিএল টুর্নামেন্টে বুঁদ হয়ে রয়েছে। ইতিমধ্যে শুক্রবার (২৩ মে) নিউজিল্য়ান্ডের (New Zealand Cricket Team) তারকা অলরাউন্ডার হেইলি জেনসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। দেশের হয়ে ১১ বছর ধরে খেলেছেন হেইলি। অবশেষে তিনি রিটায়ারমেন্টের (Cricketer Retirement) কথা ঘোষণা করলেন। ২০২৩ সালে জেনসেন আন্তর্জাতিক শেষ ম্য়াচটি খেলেছিলেন। ৩২ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Advertisment

Moeen Ali on Rohit-Virat: রোহিত-বিরাটের অবসরে ইংল্যান্ডের পৌষমাস! খুশিতে লাফাচ্ছেন ব্রিটিশ তারকা অলরাউন্ডার

হেইলির দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার

Advertisment

হেইলি জেনসেন ২০২২ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সাল মিলিয়ে তিনি মোট ৪ বার আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। ১১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তিনি নিউজিল্যান্ডের হয়ে ৩৫ ওয়ানডে এবং ৫৩ টি-২০ ম্য়াচ খেলেছেন। একদিনের ক্রিকেটে তিনি ২৯৬ রান করার পাশাপাশি ২৮ উইকেট শিকার করেছেন। অন্য়দিকে, টি-২০ ক্রিকেটে তিনি ১৮৮ রান করেছেন। তবে ৪৮ উইকেট শিকার করেছেন।   

Rohit-Virat Central Contract: অবসরের পরেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রোহিত-বিরাট? জেনে নিন সত্যিটা

২০২০ হয়ে থাকবে কেরিয়ারের স্মরণীয় অধ্যায়

হেইলির কেরিয়ারের সবথেকে স্মরণীয় অধ্যায় অবশ্যই ২০২০ সালে এসেছিল। আইসিসি টুর্নামেন্টে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেট শিকার করেছিলেন। সেকারণে তাঁর হাতে ম্য়াচ সেরার পুরস্কারও তুলে দেওয়া হয়েছিল। গোটা টুর্নামেন্টে তিনি সর্বাধিক ৭ উইকেট শিকার করেছিলেন।

Virat calls Shastri: অবসরের আগে শাস্ত্রীকে ফোন বিরাটের! কী কথা হয়েছিল গুরু-শিষ্যের? অবশেষে ফাঁস

অবসর গ্রহণের পর কী বললেন হেইলি?

একটি বিবৃতি দিয়ে হেইলি জানিয়েছেন, 'আমার বয়স যথন ১০ বছর ছিল, তখন প্রথম ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিলাম। তখন থেকেই মনস্থির করেছিলাম যে দেশের হয়ে খেলতেই হবে। আমি সেই স্বপ্ন সার্থক করার সুযোগ পেয়েছি। এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। জীবনের এই অধ্যায়টা আমি চিরকাল মনে রাখব।'

New Zealand Cricket Team Hayley Jensen Cricketer Retirement