/indian-express-bangla/media/media_files/2025/05/14/41M8wwi6V2FlSWkbuJxL.jpg)
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Rohit Sharma and Virat Kohli: টি-২০ ক্রিকেট থেকে আগেই অবসর গ্রহণ করেছিলেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। আর ১২ তারিখ লাল বলের ক্রিকেটকে 'অলবিদা' জানিয়ে দেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) এই দুই মহারথীর অবসর একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে। এরমধ্যেই অনেকে আবার প্রশ্ন করেছেন, রিটায়ারমেন্টের পর রোহিত-কোহলির সেন্ট্রাল কনট্র্যাক্টের কী হবে? অবসর গ্রহণ করার পরও কী এই দুই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ প্লাস ক্যাটেগরিতে রাখা হবে? নাকি তাঁদের ডিমোশন হয়ে যাবে?
কী বলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নিয়ম বলছে, গত বছর পারফরম্যান্সের ভিত্তিতে সেন্ট্রাল কনট্র্যাক্ট তৈরি করা হয়। অর্থাৎ গত বছর রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে পারফরম্য়ান্স করেছেন, সেই ভিত্তিতেই তাঁদের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতিতে রোহিত এবং কোহলি সেন্ট্রাল কনট্র্যাক্ট অপরিবর্তিত থাকবে। দুজনেই আপাতত এ প্লাস ক্যাটেগরিতে থাকবেন।
আপাতত রোহিত শর্মা এবং বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলবেন। এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, ফের কবে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে এই দুই ক্রিকেটার আবারও খেলতে নামবেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, সেই আশা আপাতত পূরণ হচ্ছে না।
Rohit Sharma BJP: ক্রিকেট ছেড়ে এবার বিজেপিতে রোহিত? অবসরের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলতে পারেন রোহিত এবং বিরাট। এই সিরিজে দুই দলের মধ্যে তিনটে ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ।
Virat Kohli RCB Captain: ফের অধিনায়ক হচ্ছেন 'কিং' কোহলি! টেস্ট থেকে অবসর নিতেই স্বপ্নপূরণ?
তবে তার আগে, আগামী অগাস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ভারত এবং বাংলাদেশের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন হওয়ার কথা। কিন্তু বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফর বাতিল করতে পারে। যদি একান্তই বাংলাদেশ সিরিজ বাতিল হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিশ্চিতভাবে দেখতে পাওয়া যাবে। এই সিরিজটা ভারতীয় ক্রিকেট দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজের হাত ধরেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে রোহিত এবং বিরাটের অভিজ্ঞতাকে অবশ্যই কাজে লাগাতে চাইবে ভারত।