রবিবার বিশাখাপত্তনমে রুদ্ধশ্বাস ম্য়াচের শেষ বলে জয় ছিনিয়ে এনেছে অস্ট্রেলিয়া। ডক্টর ওয়াইএস রাজাশেখরা রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন উইকেটে জিতেই দু'ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোং। আগামী বুধবার বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের জিততেই হবে। নাহলে সিরিজ হাতছাড়া হবে ভারতের।
বিশাখাপত্তনমে ফের একবার মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হলেন মহেন্দ্র সিং ধোনি। সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৬ রান তুলতেই সমর্থ হয় ভারত। মাত্র পাঁচ রানে ফিরে যান ওপেনার রোহিত শর্মা। কিন্তু লোকেশ রাহুল অর্ধ-শতরান করেন। বিরাটের ব্যাট থেকে আসে ২৪ রান।
আরও পড়ুন: ম্যাচের আগেই বিস্ফোরক পন্থ, ধোনিকে নিয়ে যা বললেন তা অপ্রত্যাশিত
অজি বোলারদের আঁটোসাটো বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতে পারেননি। ধোনি এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন। তখন ভারত ১২ ওভার খেলে চার উইকেট হারিয়ে ফেলেছে। স্কোরবোর্ডে ৯২ রান। এই অবস্থায় ধোনির থেকে যেরকম মারকাটারি ব্যাটিংটা প্রত্যাশিত ছিল, তিনি সেটা করতে পারেননি। শেষ অবধি ক্রিজে থেকেও স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেননি। ৩৭টি বল খেলে ২৯ রান করেন মাহি। একটি মাত্র ছয় আসে তাঁর ব্যাট থেকে। এমনকি রান বাড়ানোর তাগিদে যুজবেন্দ্র চাহালকেও স্ট্রাইক দেনন তিনি। ডেথ ওভারে নিজেই স্ট্রাইক নেন। কিন্তু ব্যর্থ হন। আর এর পরেই ধোনির অবসরের দাবিতে সরব হয়েছে সোশাল মিডিয়া।