IPL Final, MI vs CSK: ধোনির আউটের পর এই বাচ্চার কান্নাই থামতে চায়নি

আইপিএলের হ্যাংওভার যেন কাটছেই না। গত রবিবার আইপিএল ফাইনাল ছিল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। মাত্র এক রানের জন্য চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলের হ্যাংওভার যেন কাটছেই না। গত রবিবার আইপিএল ফাইনাল ছিল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। মাত্র এক রানের জন্য চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Heartbroken young fan in tears after MS Dhoni's controversial run-out

ধোনির আউটের পর এই বাচ্চার কান্নাই থামতে চায়নি (ছবি-টুইটার)

আইপিএলের হ্যাংওভার যেন কাটছেই না। গত রবিবার আইপিএল ফাইনাল ছিল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। মাত্র এক রানের জন্য চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisment

ম্যাচ শেষ হওয়ার পর থেকেই একটা বিষয় নিয়েই সর্বত্র আলোচনা হয়েছিল। একটা প্রশ্নই ঘুরছিল অনেকের মনে। আদৌ কি এমএস ধোনি রানআউট ছিলেন? প্রযুক্তির সাহায্য নিয়েও কি টিভি আম্পায়ার নাইজেল লং ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন সেই রাতে? এই প্রশ্নটাও এসেছিল বারবার।

আরও পড়ুন: IPL Final, MI vs CSK: ধোনি কি আদৌ রানআউট ছিলেন? এই প্রশ্নেই অগ্নিগর্ভ সোশাল

Advertisment

ধারাভাষ্য়কারদের মধ্য়ে একমাত্র সঞ্জয় মঞ্জরেকরই বলেছিলেন যে, ধোনি রান আউট ছিলেন। সুনীল গাভাস্করও নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। কেউ কেউ বলছেন ক্রিকেটে বেনিফিট অফ ডাউট মেনে ধোনির ক্রিজে থাকা উচিত ছিল। প্রায় অনেকের মতেই ধোনি ক্রিজে থেকে গেলে চেন্নাইয়ের হাতেই উঠত ট্রফি। ধোনি ক্রিজে নেমে মাত্র ২ রান করেই ইশান কিষাণের রকেট থ্রো-তে উইকেটটি দিয়ে আসেন।

ধোনির রান আউটের ঘটনা কার্যত মেনে নিতে পারেনি এক খুদে ভক্ত। তাঁর কান্না থামতে চায়নি প্রিয় খেলোয়াড়ের আউট হয়ে যাওয়ার আকস্মিকতায়। সেই ভিডিও সোশালে ভাইরাল হয়ে গিয়েছে। ফাইনালের সাতদিন পরেও দেখা যাচ্ছে মানুষ ভুলতে পারেননি দ্বাদশ সংস্করণের সেই রুদ্ধশ্বাস রাত। ধোনি আবারও প্রমাণ করে দিলেন যে, তাঁর মাহাত্ম্যে মুগ্ধ আট থেকে আশি। সারা বিশ্বের ভালবাসা পেয়েছেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। শিশুর আবেগও তারই খণ্ডচিত্র।

IPL MS DHONI