Heinrich Klaasen on Indian T20 cricket: এক অনুষ্ঠানে কথা বলার সময়, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্ল্যাসেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে টি২০ ক্রিকেটে সর্বকালের সেরা হিসেবে বেছে নিলেন। আসন্ন আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ ২৩ কোটি টাকায় ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারকে। সেই হেনরিখ ক্ল্যাসেন কিংবদন্তি বিরাট কোহলি, অ্যাব ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে বাদ দিয়ে ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে সেরার তকমা দিয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে খেলা তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ রানে জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। তিনি এখনও পর্যন্ত ২৯৮ টি২০ ম্যাচে ৭,৭৪৩ রান করেছেন। করেছেন ৬টি সেঞ্চুরি ও ৫৩টি অর্ধশতক। মুম্বইয়ের ডানহাতি ব্যাটার ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে মেন ইন ব্লু-র হয়ে টি২০ ক্রিকেটে পা রেখেছিলেন। তারপর থেকে ৭৭ ম্যাচে মোট ২,৫৭০ রান করেছেন।
Heinrich Klaasen showing us he's got a bit of SKY fever too! 😉
— JioCinema (@JioCinema) November 12, 2024
Don’t miss the fireworks from the hard-hitters in the 3rd #SAvIND T20I on November 13, LIVE on #JioCinema, #Sports18 & #ColorsCineplex 👈#JioCinemaSports #TeamIndia #SuryakumarYadav pic.twitter.com/MLHqCtiI7n
সূর্য টি২০-তে চারটি সেঞ্চুরি করা তিন ব্যাটারের একজন। টি২০-তে এক ক্যালেন্ডার বছরে ১ হাজারের বেশি রান করা দুই ব্যাটারের অন্যতম। ক্ল্যাসেন নিজে সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের একজন। তাঁকে সেরা টি২০ ক্রিকেটার বাছতে বলা হয়েছিল। তিনি বলেছেন, 'আমি বলব এসকেওয়াই (SKY/সূর্যকুমার যাদব)।'
আরও পড়ুন- শুক্রবার জিতলেই সিরিজ ভারতের! বড় অভিষেকে বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়া একাদশে, জানুন প্ৰথম ১১
ক্ল্যাসেনকে সংক্ষিপ্ততম ফরম্যাটের সেরা বোলার বাছতে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন তারকা ভারতীয় পেসার জসপ্রিত বুমরার নাম। ২০১৬-র জানুয়ারিতে মেন ইন ব্লু-র হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বুমরা সেরা বোলারদের একজন। তিনিই বিশ্বের একমাত্র বোলার যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান পেয়েছেন। ৩০ বছর বয়সি ডানহাতি পেসার বুমরা ভারতের হয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপের ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন।