Advertisment

IND vs SA 4th T20I Dream11 Prediction: শুক্রবার জিতলেই সিরিজ ভারতের! বড় অভিষেকে বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়া একাদশে, জানুন প্ৰথম ১১

India vs South Africa 4th T20I Dream11 Prediction, Live Streaming, Telecast, Wanderers Stadium Pitch Report: সিরিজ জেতার জন্য শুক্রবার কোন একাদশ নামাচ্ছে, কারই বা হচ্ছে অভিষেক টিম ইন্ডিয়ায়, জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, South Africa, ভারত, দক্ষিণ আফ্রিকা

India-South Africa: ভারত এই সিরিজ জেতার জন্য মরিয়া। (ছবি- ফেসবুক)

India vs South Africa 4th T20I Predictive Playing 11, Live Streaming, Telecast, Wanderers Stadium Pitch Report: ভারত এবং দক্ষিণ আফ্রিকা শুক্রবার ওয়ান্ডারার্সে সিরিজের ভাগ্য নির্ধারণের ম্যাচে নামছে। ভারত ইতিমধ্যে ২টি ম্যাচ জিতেছে। একটিতে জয়ী দক্ষিণ আফ্রিকা শুক্রবারের ম্যাচে জিতে গেলে সিরিজ ড্র হয়ে যাবে। না হলে, ভারত ৩-১ ব্যবধানে জয়ী হয়ে সিরিজ জিতে নেবে। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার সেঞ্চুরির সৌজন্যে ভারত প্রথম এবং তৃতীয় টি২০ জিতেছে। আর, বরুণ চক্রবর্তীর ৫ উইকেট নেওয়া সত্ত্বেও ত্রিস্তান স্টাবসের দুর্দান্ত ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে।   

Advertisment

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, বিজয়কুমার ভিশক, রবি বিষ্ণোই।

যাঁর দিকে নজর: সকলের চোখ থাকবে তিলক ভার্মার দিকে। তিনি ৩য় ম্যাচে প্রথম টি২০ সেঞ্চুরি করেছেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় তিন নম্বরে নামার পরই তিনি সুযোগ কাছে লাগিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার ম্যাচটাকে ক্রমশ ধরে নেন। ভারতকে বড় ইনিংস বানাতে সাহায্য করেন। আর, নিজেকে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে তুলে ধরেন। সেই কারণেই ভার্মার দিকে নজর থাকবে।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুথো সিপামলা

যাঁর দিকে নজর: দুই ম্যাচে দুই অঙ্কের স্কোর করতে না পারলেও, হেনরিখ ক্লাসেন তৃতীয় ম্যাচে ৪১ রানের ঘূর্ণিঝড় দেখিয়েছেন। এক ওভারে বরুণকে তিনটি ছক্কা মেরেছেন। আর, সেই কারণেই চতুর্থ ম্যাচে তাঁর দিকে বিশেষ নজর থাকবে দর্শকদের।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, অ্যান্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, নকাবায়োমজি পিটার, মিহলালি এমপংওয়ানা, ডোনোভান ফেরেরা, ওটিনেইল বার্টম্যান, রেজা হেনড্রিকস

ইন্ডিয়া স্কোয়াড: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আভেশ খান, জিতেশ শর্মা, বিজয়কুমার ভিশক, রমনদীপ সিং, যশ দয়াল

টি২০-তে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ৩০ বার। ভারত জিতেছে ১৭ বার। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২ বার। ড্র হয়েছে ১ বার। পিচ রিপোর্ট: বুল রিং নামে পরিচিত দ্য ওয়ান্ডারার্স ব্যাটিং-বান্ধব পিচ। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫১-র বেশি থাকে। আর, পরে ব্যাট করা দল সমস্যায় পড়ে। যদি বৃষ্টি হয়, তবে আর্দ্রতা বোলারদের সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে। 

আরও পড়ুন- নতুন ক্যাপ্টেন এবার রিঙ্কুই! IPL চ্যাম্পিয়ন KKR বড় আপডেটে ঝড় তুলতে চলেছে শীঘ্রই

জোহানেসবার্গের আবহাওয়া অ্যাকুওয়েদার (AccuWeather) অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা নেই। গড় তাপমাত্রা থাকবে ২৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০ ম্যাচ জিও সিনেমায় স্ট্রিম করা হবে। ১৫ নভেম্বর, শুক্রবার, রাত ৮টা ৩০ থেকে স্পোর্টস১৮ এবং স্পোর্টস১৮ এইচডি চ্যানেলে ম্যাচ সম্প্রচারিত হবে।

Team India Team-India Cricket News T20 South Africa Cricket Team Indian Team Team India India Cricket Team South Africa Indian Cricket Team
Advertisment