Tamim Iqbal: হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে, তামিমকে নিয়ে প্রতিক্রিয়া তারকাদের

Tamim Iqbal! stars react, saying heroes always return stronger: তারকারা বলছেন, হিরোরা সবসময় আরও শক্তিশালী হয়ে ফেরে। জেনে নিন তামিমকে নিয়ে তাঁদের প্রতিক্রিয়া।

Tamim Iqbal! stars react, saying heroes always return stronger: তারকারা বলছেন, হিরোরা সবসময় আরও শক্তিশালী হয়ে ফেরে। জেনে নিন তামিমকে নিয়ে তাঁদের প্রতিক্রিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamim Iqbal-Bangladesh cricket: তামিমের দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আশা তারকাদের

Tamim Iqbal-Bangladesh cricket: তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আশা তারকাদের। (ছবি- তামিম ইকবাল)

Tamim Iqbal’s Return: Stars Believe True Heroes Come Back Stronger: বিকেএসপিতে ম্যাচ খেলছিলেন তামিম ইকবাল। ম্যাচ চলাকালীনই হার্ট অ্যাটাক হয়। গুরুতর অসুস্থ তামিমকে ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। এরপর থেকে তিনি সিসিইউতে। সোমবার সকাল থেকে তামিমের অসুস্থতার খবর ছড়াতেই দ্রুত সুস্থতা চেয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। 

Advertisment

অভিনেতা শাকিব খান ফেসবুকে লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ যেন তাঁকে পুরো সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন।' অধিনায়ক আরিফিন শুভ ফেসবুকেই লিখেছেন, 'হিরোদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হয়। আপনিও সুস্থ হয়ে ফিরে আসবেন, ইনশা আল্লাহ। সেই অপেক্ষায় আছি।' অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তামিম, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ অভিনেত্রী পরীমনি লিখেছেন, 'এত সুন্দর হৃদয়, তার আবার মৃত্যু হয় নাকি?' অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, 'তামিমের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।'

বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন তামিমকে প্রাথমিক চিকিৎসা করার পর ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওই হাসপাতাল বিকেএসপির পাশেই। জানা গিয়েছে, সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে তামিম ইকবালের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। তারপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাভারের কেপিজি হাসপাতালে পরীক্ষার পর ধরা পড়ে যে তামিমের হার্টে ব্লক আছে। তার পরই অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়। তামিমের ঘনিষ্ঠ মহলের থেকে সাংবাদিকরা জেনেছেন যে তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- কেমন আছেন তামিম ইকবাল? নয়া হেলথ আপডেট দিল হাসপাতাল

Advertisment

তবে মঙ্গলবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়, এই মুহূর্তে তামিমকে অন্য কোথাও সরানো খুবই ঝুঁকির ব্যাপার হতে পারে। সে বিষয়টা নিয়ে তামিম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়, তামিম ইকবালের হার্টে যে পিসিআই হয়েছে (হার্টের ব্লক খোলার চিকিৎসা পদ্ধতি), সরানোর চেষ্টা হলে তাতে রিঅ্যাকশন হতে পারে। যে রিংটা লাগানো হয়েছে তা সাময়িকভাবে বন্ধ হয়ে পর্যন্ত যেতে পারে। একে ডাক্তারি ভাষায় থ্রম্বোসিসও বলা হয়ে থাকে। তবে বেশি নড়াচড়া না করলে, যত্নে থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু, সেই আশঙ্কা বা ঝুঁকি উড়িয়েও দেওয়া যায় না।

Comeback Superhero cricket Bangladesh Tamim Iqbal