Tamim Iqbal Latest Heath Update: সোমবার (২৪ মার্চ) আচমকাই বড় অঘটন। খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket) প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসকরা জানিয়েছেন, পরপর ২ বার হার্ট অ্যাটাকের (Heart Attack) শিকার হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর সার্জারি করা হয়। এমনকী, হৃদযন্ত্রের ধমনীতে স্টেন্টও বসানো হয়েছে।
কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিম
এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। সকলের চোখে-মুখে ছিল উদ্বেগের স্পষ্ট ছাপ। বিকেলের পর অবশ্য তামিমের জ্ঞান ফিরেছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। এমনকী, পরিবারের লোকজনের সঙ্গেও দেখা করেন তিনি। তবে মঙ্গলবার সকালে হাসপাতালের পক্ষ থেকে তামিমের সর্বশেষ হেলথ রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এখনও তামিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটেই (CCU) রাখা হয়েছে।
পরিবারের সঙ্গে দেখা করেন
সকালে নাকি কিছুটা হাঁটারও চেষ্টা করেছিলেন তিনি। পাশাপাশি পরিবারের সঙ্গে দেখা করার জন্য তাঁকে কেবিনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই অবশ্য ফের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।
Tamim Iqbal retirement: কর্মফলে বিশ্বাস করি, সাকিবের সঙ্গে ঝামেলায় বিস্ফোরক মন্তব্য এবার তামিমের
করানো হয়েছে ইকো কার্ডিওগ্রাফ
সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তামিম এখন বেশ ভালো আছেন। তাঁর শারীরিক স্থিতিশীলতা (heart disease) নিয়ে উদ্বেগ অনেকটাই কমে গিয়েছে। তবে আগামী কয়েকদিন চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে চান। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকালে তামিমের ইকো কার্ডিওগ্রাফ করা হয়েছে। রিপোর্টে অবশ্য কোনও সমস্যা দেখা যায়নি।
Tamim Iqbal: হেড কোচ হওয়ার যোগ্য নয় কোনও বাংলাদেশি! নিজের দেশের কোচকে হেয় করেই বিস্ফোরক বয়ান এবার তামিমের
তামিমের হৃদযন্ত্র যথেষ্ট সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। পরবর্তীকালে হৃদযন্ত্রের গতিতে কিছুটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যেতে পারে। যদিও সেই ঝুঁকি এক শতাংশেরও কম। আপাতত ৭২ ঘণ্টা তাঁকে কেপিজে হাসপাতালেই রাখা হবে। তারপর আগামী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Tamim Iqbal Health Update: পরপর ২ বার হার্ট অ্যাটাক, এখন কেমন আছেন তামিম ইকবাল?
খেলতে নেমে বুকে ব্যথা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলার সময় আচমকা তামিমের বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল যমুনার পক্ষ থেকে জানানো হয়েছিল, তামিমের অবস্থা যথেষ্ট সংকটজনক। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশের এই ক্রিকেটারকে ঢাকায় শিফট করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু, চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, আপাতত তামিমে ঢাকায় নিয়ে যাওয়া বেশ কঠিন। কারণ বাংলাদেশি ব্যাটারের শারীরিক অবস্থা একেবারে স্থিতিশীল নয়।
Tamim Iqbal Hospitalized: ম্যাচ চলাকালীন আচমকা বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি বাংলাদেশের তারকা ব্যাটার
স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তামিমকে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখ্য় চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছিলেন, 'স্থানীয় হাসপাতালে তামিমের প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। ওর হার্টে সামান্য সমস্যা রয়েছে। ওঁকে ঢাকায় ট্রান্সফার করার চেষ্টা চলছে। কিন্তু, হেলিপ্যাডে নিয়ে যাওয়ার সময় তামিমের বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। সেকারণে তাঁকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, তামিম হৃদরোগে আক্রান্ত হয়েছে। সেকারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।'