Advertisment

Virat Kohli: মোদি সরকারকে কোটি কোটি টাকা দিলেন সৌরভ! সেরার সেরা তালিকায় একমাত্র বাঙালি মহারাজ-ই

Highest Tax Paying Cricketer in India: বড় রিপোর্ট প্রকাশ্যে। বিরাট কোহলি শীর্ষে, মোদি সরকারের কাছে সৌরভও জমা করলেন কোটি কোটি টাকা, দেখে নিন তালিকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, PM Narendra Modi

সর্বোচ্চ করদাতাদের তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (টুইটার)

Highest Tax Paying Cricketer in India for 2023-24: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিলেন। তারপর বিরতি নিয়ে বাংলাদেশ সিরিজেই টেস্টে প্রত্যাবর্তন ঘটছে কিং কোহলির। তবে বাংলাদেশের সিরিজ শুরুর আগেই শিরোনামে কোহলি।

Advertisment

ফরচুন ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট কোহলি গত আর্থিক বর্ষের (২০২৩-২০২৪) জন্য ৬৬ কোটি টাকা কর দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। তিনি কর প্রদান করা তারকা ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষে রয়েছেন। এরপরে দুই এবং তিন নম্বরে রয়েছেন যথাক্রমে এমএস ধোনি (৩৮ কোটি) এবং মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর (২৮ কোটি টাকা)।

সেরা পাঁচের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। চতুর্থ স্থানে থাকা সৌরভ কর বাবদ কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা করেছেন ২৩ কোটি টাকা। হার্দিক পান্ডিয়া কর দিয়েছেন ১৩ কোটি টাকার।

আরও পড়ুন- ৬৩৪ দিন পর টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে ফিরছেন সুপারস্টার, ভয়ে নীল বাংলাদেশ

এই রিপোর্ট থেকেই স্পষ্ট আইপিএলের সর্বোচ্চ দামি তারকা মিচেল স্টার্কের (২৪.৭৫ কোটি) থেকেও প্রায় তিন গুন বেশি অর্থ স্রেফ ট্যাক্স বাবদ-ই জমা করেছেন। দেশের সমস্ত সেলেব্রিটিদের মধ্যে কোহলি ট্যাক্স প্রদানকারীদের তালিকায় সবমিলিয়ে পঞ্চম স্থানে। তার আগে রয়েছেন শাহরুখ খান (৯২ কোটি), থালাপতি বিজয় (৮০ কোটি), সালমান খান (৭৫ কোটি) এবং অমিতাভ বচ্চন (৭১ কোটি)।

ধোনি জাতীয় দলে অবসর নিলেও বিজ্ঞাপনী জগতে এখনও চুটিয়ে ইনিংস খেলে চলেছেন। তিনি সমস্ত করদাতাদের মধ্যে রয়েছেন সপ্তম স্থানে। ধোনির মতই বিজ্ঞাপনী জগতে অমোঘ আকর্ষণ ধরে রেখেছেন সৌরভ। তিনি এই তালিকায় রয়েছেন ১২ নম্বরে।

মহারাজের ব্যাটিং পার্টনার শচীন অবশ্য রয়েছেন আরও আগে- দশম স্থানে। অন্যান্য ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থও। তিনি ১০ কোটি টাকা ট্যাক্স বাবদ দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন করেছিলেন টি২০ বিশ্বকাপে। এবার লাল বলের ক্রিকেটে তিনি ফিরেছেন ৬৩৪ দিন বাদে। দলীপে অংশ নিচ্ছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও টেস্ট সিরিজে খেলবেন তিনি।

সর্বোচ্চ কর প্রদানকারী ভারতীয় সেলিব্রিটিদের সম্পূর্ণ তালিকা

শাহরুখ খান- ₹৯২ কোটি

'থালাপতি' বিজয়- ₹৮০ কোটি

সালমান খান- ₹৭৫ কোটি

অমিতাভ বচ্চন- ₹৭১ কোটি

বিরাট কোহলি- ₹৬৬ কোটি

অজয় দেবগন- ₹৪২ কোটি

মহেন্দ্র সিং ধোনি- ₹৩৮ কোটি

রণবীর কাপুর- ₹৩৬ কোটি

শচীন টেন্ডুলকার- ₹২৮ কোটি

হৃতিক রোশন- ₹২৮ কোটি

কপিল শর্মা- ₹২৬ কোটি

সৌরভ গঙ্গোপাধ্যায়- ₹২৩ কোটি

করিনা কাপুর- ₹২০ কোটি

শাহিদ কাপুর- ₹১৪ কোটি টাকা

মোহনলাল- ₹১৪ কোটি টাকা

আল্লু অর্জুন- ₹১৪ কোটি

হার্দিক পান্ডিয়া- ₹১৩ কোটি

কিয়ারা আদবানি- ₹১২ কোটি

ক্যাটরিনা কাইফ- ₹১১ কোটি টাকা

পঙ্কজ ত্রিপাঠী- ₹১১ কোটি টাকা

আমির খান- ₹১১ কোটি টাকা

ঋষভ পন্থ- ₹১০ কোটি

Sourav Ganguly Income Tax Act Income Tax Virat Kohli
Advertisment