ফেব্রুয়ারি থেকে ভারত হোম সিজন শুরু করছে। জুন পর্যন্ত পরপর ভারত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে। আর আসন্ন হোম সিজনে দলকে ভরসা জাগিয়ে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। বুধবারই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ০-৩ বিধ্বস্ত হওয়ার পরে একদিনের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন ঘটানো হতে পারে। কয়েকজনকে যেমন টানা খেলার কারণে বিশ্রাম দেওয়া হতে পারে, অনেককে আবার স্রেফ ছেঁটে ফেলা হতে পারে, খারাপ পারফরম্যান্সের জেরে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বিশ্রী পারফরম্যান্সের জের! ক্যারিবীয় সিরিজে বাদ পড়ার মুখে নামি তারকা
স্পোর্টসস্টার-এর প্রতিবেদন অনুযায়ী, ঋষি ধাওয়ান জাতীয় দলে কামব্যাক করতে পারেন দীর্ঘ ৬ বছর পরে। ২০১৬-য় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়ায় অভিষেক ঘটেছিল তারকার। ২০১৬-য় অস্ট্রেলীয় সফরে ডেকে নেওয়া হয় তাঁকে। সেই বছরেই শেষবার খেলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। তারপরে তিনটে ওয়ানডে সহ একটি টি২০ ম্যাচ খেলেছেন।
২০২১/২২ সিজনের বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের পারফরম্যান্স মেলে ধরেছেন হিমাচল প্রদেশের অধিনায়ক। ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করেছেন দলকে। ৪৫৮ রান পাশাপাশি ১৭ উইকেটও নিয়েছেন তিনি।
আরও পড়ুন: আবেশ, শাহরুখ! IPL নিলামের আগেই চমকে দিল দুই খানের বেস প্রাইস
ঋষির এমন দুর্ধর্ষ পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে প্রধান নির্বাচক চেতন শর্মার। ভবিষ্যতে টিম ইন্ডিয়ায় যে তাঁকে ডাকা হতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন চেতন শর্মা।
এদিকে, সেই প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিক পান্ডিয়াকে এখনও দেখা যাবে না টিম ইন্ডিয়ার জার্সিতে। টি২০ ওয়ার্ল্ড কাপের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। ভেঙ্কটেশ আইয়ার হার্দিকের বদলে জায়গা করে নিয়েছিলেন অলরাউন্ডারের কোটায়। তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এখন ঋষি ধাওয়ানের অন্তর্ভুক্তি ঘটলে বাদ পড়তে পারেন ভেঙ্কটেশ আইয়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটে ওয়ানডে খেলা হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে। সিরিজের তিনটে টি২০ হবে কলকাতায় ইডেনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার/হার্দিক পান্ডিয়া/ঋষি ধাওয়ান, শার্দূল ঠাকুর, জয়ন্ত যাদব/রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, দীপক চাহার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নভদীপ সাইনি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন