Hockey returns to Delhi: এক দশকেরও বেশি সময় পর যেদিন আন্তর্জাতিক হকি জাতীয় রাজধানী দিল্লিতে ফিরল, সেদিনই অর্থাৎ- বুধবার মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে তরুণ জার্মান দলের কাছে ০-২ গোলে হারল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল। দুই-ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের এই প্রথম ম্যাচে জার্মান ডিফেন্সের কাছে বারবার আটকে গেল ভারতের আক্রমণভাগ। পেনাল্টি কর্নার এবং অধিনায়কের একটি পেনাল্টি স্ট্রোক মিস, ভারতের পরাজয় কার্যত নিশ্চিত করে দেয়।
হেরে যাওয়ার পর ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, 'এটা খেলারই অঙ্গ। আমাদের গোলরক্ষক ব্যাপারটা বুঝতে পারেননি। ধোঁকা খেয়ে গিয়েছেন। তবে তিনি একটি ভালো সেভও করেছেন। সামগ্রিকভাবে আমরা ভালো খেলেছি। তবে, আমাদের রক্ষণভাগের আরও উন্নতির দরকার ছিল।' ভারতীয়দের ভুলের সুযোগে হাফটাইমেই জার্মানি ২-০ গোলে এগিয়ে যায়। হাফটাইমের কিছু আগে অধিনায়ক হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক মিস করেন। না হলে, ভারতীয় হকি দলের প্রধান কোচ ক্রেগ ফুলটনের ছেলেরা এই ম্যাচে জার্মানির সঙ্গে সমানতালে টক্কর দেওয়ার চেষ্টা করেছিল।
ম্যাচ শেষে ফুলটনকে হা-হুতাশ করতে শোনা গেল। তিনি বলেন, 'স্ট্রোক মিস করার পরও আমরা সুযোগ পেয়েছিলাম। কিন্তু, কাজে লাগাতে পারিনি। না-হলে ম্যাচে জার্মানির সমান হয়ে যেতাম। আমরা প্রথম ৪-৫ মিনিট বেশ ভালো খেলেছি। তারপর যেই একটা ভুল করেছি। অমনি ওরা প্রথম গোলটা করেছে। আমরা পেনাল্টি থেকেও গোল করতে পারিনি। তারপর আরেকটা ভুল করেছি। অমনি ওরা ম্যাচ ২-০ করে দিয়েছে।'
আরও পড়ুন- কবাডি লিগে বিরাট অঘটন, ১৪ ম্যাচে অপরাজিত পুনেরি পল্টন কুপোকাত তামিল থালাইভাসের কাছে
দর্শকরা শুরু থেকেই ভারতীয় দলের হয়ে গলা ফাটাতে শুরু করেছিলেন। কিন্তু, হেনরিক মের্টজেনস মাঠে নামার চার মিনিটের মধ্যে জার্মানিকে এগিয়ে দেন। ভারতের অমিত রোহিদাস, সঞ্জয় ও বরুণ কুমার পেনাল্টি কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। আর, হরমনপ্রীত তো পেনাল্টিই মিস করেন। জার্মানির গোলরক্ষক ২১ বছরের জোশুয়া নাজি আটকে দেন হরমনপ্রীতের শট। নাজি ভারতীয় স্ট্রাইকারদের আরও কয়েকটা গোলমুখী শট বাঁচান। কিন্তু, তারই মধ্যে হাফ টাইমের সময় লুকাস উইন্ডফেডারের গোল জার্মানিকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত সেই ফলাফলই বজায় থাকে।