PKL 2024: বুধবার টানটান লড়াই দেখল প্রো কাবাডি লিগ। চলতি মরশুমে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ইউ মুম্বা। তারা হারাল গুজরাট জায়ান্টকে। আর, আগের ম্যাচে তামিল থালাইভাস পুনেরি পল্টনের ১৪ ম্যাচ অপরাজিত থাকার ধারার অবসান ঘটাল। পিকেএল সিজন ১০ পর্যন্ত ১৪ ম্যাচে অপরাজিত ছিল পুনেরি পল্টন। তবে, এই ম্যাচে হারলেও পুনেরি পল্টন এখনও ১১ পয়েন্ট নিয়ে পিকেএল তালিকার শীর্ষে আছে। তিনটি দল- জয়পুর পিংক প্যান্থার্স, ইউপি যোদ্ধাস এবং তামিল থালাইভাস ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
ইউ মুম্বা তাদের প্রথম ম্যাচে ৩৩-২৭ পয়েন্টে গুজরাট জায়ান্টকে হারাল। মুম্বার হয়ে দুর্দান্ত খেলেছেন আমির মহম্মদ জাফরদানেশ। পাশাপাশি গুজরাট জায়ান্টদের হয়ে দুর্দান্ত লড়েছেন গুমান সিং। তিনি গত বছর ইউ মুম্বায় ছিলেন। টানটান উত্তেজনার এই ম্যাচে উভয়পক্ষই সমান চেষ্টা চালিয়ে গিয়েছে। ইউ মুম্বার নেতৃত্বে ছিলেন মানজিত। গুজরাট জায়ান্টের হয়ে দুর্দান্ত ট্যাকেল করে ম্যাচকে সমতায় ফেরানোর চেষ্টা করেছিলেন হিমাংশু। দু'পক্ষের এই হার না মানা মনোভাবের জন্য প্রথমার্ধ শেষে ইউ মুম্বা এগিয়ে ছিল ১৪-১৩ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে, আমির মহম্মদ জাফরদানেশ গুজরাট জায়ান্টদের অলআউট করে দেন। এর ফলে, গুজরাট জায়ান্টরা ৫ পয়েন্টে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত, জাফরদানেশ সেই পয়েন্টের পরিমাণই বাড়িয়ে করেন ১০। জায়ান্টরা হার থেকে বাঁচতে প্রচণ্ড চেষ্টা করেছিল। কিন্তু, লাভ হয়নি। ম্যাচ ছিনিয়ে নেয় ইউ মুম্বা।
আরও পড়ুন- বেঙ্গালুরুতে হারের জোরালো ধাক্কা, এক সঙ্গে তিন তারকাকে বাতিল করল টিম ইন্ডিয়া
আর, অন্য ম্যাচে তামিল থালাইভাস ৩৫-৩০ স্কোরে পুনেরি পল্টনকে হারিয়েছে। থালাইভারা প্রথম পাঁচ মিনিটের মধ্যেই পাঁচ পয়েন্টের লিড নেয়। মোহিত গোয়াত ফের পুনেরি পল্টনকে টক্কর দেওয়ার অবস্থায় নিয়ে আসেন। এরপর শচীন, পুনেরি পল্টনকে অলআউট করেন। যার ফলে, থালাইভাসদের পয়েন্ট বেড়ে যায়। হাফ টাইম অবধি, তামিল থালাইভাস ১৯-১৫ স্কোরে ম্যাচে এগিয়ে ছিল।