/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/Hockey-World-Cup-2018.jpg)
‘জয় হিন্দ ইন্ডিয়া’ র প্রমো শট (ছবি ইউটিউব থেকে)
হাতে আর ১৯ দিন। তারপরেই শুরু হচ্ছে হকির মহাযজ্ঞ। উড়িষ্য়ার রাজধানী ভুবনেশ্বরে আগামী ২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে হকি বিশ্বকাপ। টুর্নামেন্টের থিম সং তৈরি করেছেন দেশের কিংবদন্তি সুরকার এআর রহমান। রবিবার টুইটারে তারই প্রোমো শেয়ার করলেন অস্কার জয়ী সুরকার।
‘জয় হিন্দ ইন্ডিয়া’ গানটি লিখেছেন গুলজার। সুর দিয়েছেন রহমান। গলা মিলিয়েছেন শ্বেতা মোহন, সাশা তিরুপতি, শ্বেতা পণ্ডিত, হর্ষদীপ ও রহমান নিজে। রবি বর্মণের সিনেমাটোগ্রাফিতে দেখা মিলেছে ভারতীয় হকি খেলোয়াড়দের। বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণ ভারতের নায়িকা নয়নতারাও স্ক্রিন শেয়ার করেছেন রহমানের সঙ্গে। ড্রামস কিং শিবামনিকেও দেখা যাবে থিম সংয়ের ভিডিও-তে। এই অ্যান্থেমে উড়িষ্যার ও দেশের সংস্কৃতি ফুটে উঠেছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাও রয়েছে এই গানে।
আরও পড়ুন: হকি স্টিক তুলে রাখলেন সর্দার সিং
Presenting the promo for 'Jai Hind India' the song for Hockey World Cup 2018 with @iamsrk and wonderful musicians who have collaborated for this track. https://t.co/MqzMPZGUXG@nupur_mahajan@Naveen_Odisha#HeartBeatsForHockey#AbBasHockey#HWC2018#BToSProductions#Nayanthara
— A.R.Rahman (@arrahman) November 18, 2018
The promo of the #HWC2018 anthem #JayHindIndia has caught the imagination of all sports lovers and special thanks to @iamsrk who is coming to #Odisha to immortalise the #OdishaWorldCupAnthem created by @arrahman for all hockey fans. Thank you. https://t.co/2SrjWe6roK
— Naveen Patnaik (@Naveen_Odisha) November 18, 2018
১৯৮২ সালে ভারতে প্রথম ফিল্ড হকির বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মুম্বইতে। বাণিজ্যনগরীর পর দেশের রাজধানী নয়াদিল্লি ২০১০ সালে আয়োজন করেছিল বিশ্বকাপের। ফের আট বছর পর ভারতে হকির বিশ্বকাপ। এবার উড়িষ্যায়। কটকের মিলেনিয়াম সিটিতে হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন মঞ্চে ‘জয় হিন্দ ইন্ডিয়া’ পারফর্ম করবেন রহমান। উড়িষ্য়ার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক টুইট করে রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যে, এই ভিডিও-র জন্য়। তিনি এও জানিয়েছেন যে শাহরুখ খানও তাঁর রাজ্যে আসবেন এই অ্যান্থেমকে অমর করে রাখতে।