Kiyan Nassiri reunites with Mohun Bagan Super Giant: শেষপর্যন্ত ঘরের ছেলে ফিরল ঘরে। দলবদলের বাজারে সেরার সেরা চমক দিয়ে ঘরের ছেলেকে ফেরাল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তিন বছরের চুক্তিতে মোহনবাগানে (Mohun Bagan) ফিরলেন ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক। মাঝে এক মরশুমের বিচ্ছেদ পর্ব কেটে গেছে। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশিতে উদ্বেল সবুজ-মেরুন সমর্থকরা। তাঁকে ঘিরে আবার ডার্বিতে ইতিহাসের স্বপ্ন দেখা শুরু মোহন-জনতার।
মোহনবাগানের জার্সিতে ডার্বির মঞ্চেই আত্মপ্রকাশ হয়েছিল ভারতীয় ফুটবলের নতুন নক্ষত্র কিয়ান নাসিরির (Kiyan Nassiri)। ময়দানের কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরির ছেলে ডার্বিতে হ্যাটট্রিক করে হয়ে যান সবুজ-মেরু জনতার নয়ন মণি। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ডার্বিতে হ্যাটট্রিকের নজির গড়েন কিয়ান। সেই রেকর্ড কয়েক মরশুম পরেও অক্ষত রয়েছে। মাঝে ডজন খানেক ডার্বি খেলে ফেলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। সেই কিয়ান আবার মোহনবাগানে। ফের ডার্বিতে তাঁর জ্বলে ওঠার আশায় বুক বাঁধছে সবুজ-মেরুন সমর্থকরা।
আরও পড়ুন ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক, মোহনবাগানে ফিরছে 'ঘরের ছেলে'! আনন্দে আত্মহারা সবুজ-মেরুন জনতা
২০২৪ মরশুমে মোহনবাগান ছেড়ে চেন্নাইয়িন এফসি-তে চলে যান। বেশি ম্যাচটাইমের আশায় গিয়েছিলেন জামশেদ-পুত্র। কিন্তু একবছরেই মোহভঙ্গ হয়েছে তাঁর। সেখানেও ম্যাচের পর ম্যাচ কাটিয়েছেন রিজার্ভ বেঞ্চে বসে। মোহনবাগানে তা-ও দ্বিতীয়ার্ধে তাঁকে ফেরান্দো এবং পরে হাবাস পরিবর্ত হিসাবে নামাতেন। কিন্তু চেন্নাইয়িন কোচ তাঁকে বেঞ্চেই বসিয়ে রেখেছেন দিনের পর দিন। হতাশ হয়েই চেন্নাইয়িন ছেড়ে মোহনবাগানে ফিরতে চেয়েছিলেন কিয়ান। তাই ভুল শুধরে চেন্নাই ছেড়ে মোহনবাগানে যোগ দিলেন তিনি। ৩ বছরের চুক্তিতে সবুজ-মেরুন জার্সিতে খেলবেন কিয়ান।
পুরনো ক্লাবে ফিরেই রণহুঙ্কার ছুঁড়েছেন কিয়ান। বলেছেন, 'ফের কলকাতায় ফিরে ভাল লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার কেরিয়ার শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার আলাদা আবেগ আছে।'
আরও পড়ুন ঘরে ফিরছে ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক, আনন্দে আত্মহারা মোহনবাগান সমর্থকরা
কিয়ান ফুটবল শুরু করেন মোহনবাগানের জুনিয়র দলে খেলে। অ্যাকাডেমিতে নজর কাড়ার পর সিনিয়র দলে সুযোগ পান। ২০২২ সালে আইএসএল ডার্বিতে সুপার-সাব হিসাবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কিয়ান। হারতে বসা ম্যাচ একাই জিতিয়ে হয়ে যান মোহনবাগানের হিরো। সেই আগুনে ঝলক ফের দেখাতে চান কিয়ান। সেই আশাতেই রয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।