Mohun Bagan Super Giant: ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক, মোহনবাগানে ফিরছে 'ঘরের ছেলে'! আনন্দে আত্মহারা সবুজ-মেরুন জনতা

Mohun Bagan New Footballer: দলবদলের বাজারেই শোনা যাচ্ছে, ঘরের ছেলেকে আবার ফেরানোর কথা ভাবছে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। কে সেই ফুটবলার, জানব এই প্রতিবেদনে।

Mohun Bagan New Footballer: দলবদলের বাজারেই শোনা যাচ্ছে, ঘরের ছেলেকে আবার ফেরানোর কথা ভাবছে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। কে সেই ফুটবলার, জানব এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan New Signing 2025: টানা দুই মরশুম সবুজ-মেরুন জনতার 'নয়ন মণি' ছিলেন কিয়ান

Mohun Bagan New Signing 2025: টানা দুই মরশুম সবুজ-মেরুন জনতার 'নয়ন মণি' ছিলেন কিয়ান

Mohun Bagan New Signing 2025: ভারতীয় ফুটবলে নতুন মরশুম শুরুর আগে হাওয়া গরম দলবদলের বাজারে। সব দলই ঘর গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে জোরকদমে। পিছিয়ে নেই আইএসএল লিগ শিল্ড (ISL) এবং কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant)। আসন্ন মরশুমের জন্য দলগঠনের কাজে কোনও খামতি রাখছেন না মোহনবাগান কর্তারা। বেশ কয়েকজন দেশি-বিদেশি ফুটবলারকে টার্গেট করেছে সবুজ-মেরুন ব্রিগেড। দলবদলের বাজারেই শোনা যাচ্ছে, ঘরের ছেলেকে আবার ফেরানোর কথা ভাবছে শতাব্দী প্রাচীন ক্লাব। কে সেই ফুটবলার, জানব এই প্রতিবেদনে।

Advertisment

এই ফুটবলার মোহনবাগানের (Mohun Bagan) আঁতুড়ঘরেই তৈরি। সবুজ-মেরুন জার্সিতে খেলেছেন আইএসএল-ও। মোহনবাগানের হয়ে আইএসএল কাপ এবং আইএসএল লিগ শিল্ড জেতার নজির রয়েছে তাঁর। তরুণ প্রতিভাবান এই ফুটবলারের বাবা একদা কলকাতা ময়দানের একজন কিংবদন্তী ফুটবলার। গত মরশুমে তিনি মোহনবাগান ছেড়ে চলে যান চেন্নাইয়িন এফসি-তে। কিন্তু সেখানে মোহনবাগানের মতো সাফল্যও পাননি। গোটা মরশুমে খেলেছেন মাত্র ১৫টি ম্যাচে। গোল করতে পারেননি, অ্যাসিস্ট রয়েছে একটি। গোটা মরশুমে সেই ক্লাবে ম্যাচটাইম পাননি সেভাবে। সাধারণত পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমেছেন। ২০২৭ সাল পর্যন্ত চেন্নাইয়িনে তাঁর চুক্তি রয়েছে। তবে সাফল্য ফিরে পেতে আবার পুরনো ক্লাবে ফিরতে পারেন বলে খবর।

আরও পড়ুন সেরা অস্ত্রকে হারাল মোহনবাগান, মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের

Advertisment

কথা হচ্ছে কিয়ান নাসিরি গিরির (Kiyan Nassiri Giri)। তাঁর বাবা জামশেদ নাসিরি ইরান থেকে এসে কলকাতার ময়দান কাঁপিয়েছিলেন। কিয়ানও বাবার মতোই প্রতিভাধর। ২৪ বছরের এই সেন্টার ফরোয়ার্ড আবার মোহনবাগানে ফিরতে পারেন বলে ট্রান্সফার মার্কেটের আপডেট। ২০২৪ সালে তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইয়িন এফসি-তে যোগ দিয়েছিলেন। সেইসময় মোহনবাগানের কোচ ফেরান্দো এবং তিনি ছেড়ে দেওয়ার পর তাঁর বদলি হাবাসের জমানায় সেভাবে খেলার সুযোগ পাননি কিয়ান। সুযোগের অভাবে তাঁর খেলাও সেভাবে দেখাতে পারেননি। তাই মোহনবাগান ছাড়েন তিনি।

আরও পড়ুন সবুজ-মেরুন সমর্থকদের জন্য জোড়া খুশির খবর, ইস্টবেঙ্গলকে বলে বলে গোল দেবে মোহনবাগান

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হ্যাটট্রিক রয়েছে কিয়ানের। টানা দুই মরশুম সবুজ-মেরুন জনতার নয়ন মণি ছিলেন কিয়ান। চেন্নাইয়িন এফসি-তে গিয়েও সেই রিজার্ভ বেঞ্চেই বেশি সময় কাটিয়েছেন ভারতীয় ফুটবল দলের তরুণ তুর্কি। শোনা যাচ্ছে তিনি আবার ফিরতে পারেন মোহনবাগানে। এই মুহূর্তে তাঁর ট্রান্সফার ভ্যালু ৬০ লক্ষ টাকা। সেন্টার ফরোয়ার্ড হলেও খেলতে পারেন উইংয়ে। আশিক কুরুনিয়ান বেঙ্গালুরু এফসি-তে যোগ দিতে চলেছেন বলে তাঁর জায়গায় কিয়ানকে ভাবা যেতে পারে।

আরও পড়ুন নতুন মরশুমে বড় সিদ্ধান্ত মোহনবাগানের, স্বস্তিতে সবুজ-মেরুন সমর্থকরা

Mohun Bagan Mohun Bagan Super Giant