/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/KL-Rahul-Impresses-Umpire-Ian-Gould.png)
রাহুলের আচরণে মুগ্ধ আম্পায়ার, কুর্ণিশ জানিয়ে দিলেন হাততালি (ছবি-টুইটার/ফক্স ক্রিকেট)
অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। ভারতীয় দলের এই ওপেনার পাঁচ ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৫৭ রান (৯,২,০,২ ও ৪৪)। এমনকি নির্বাচকরা তাঁকে বক্সিং-ডে টেস্টে বাদ দিয়েই দল করেন। রাহুলকে নিয়ে নিন্দায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও। চলতি সিরিজে এই প্রথমবার রাহুল খবরে আসলেন সম্পূর্ণ কারণে। ক্যাচ মিস করেও স্পোর্টসম্যানশিপের চূড়ান্ত নিদর্শন রেখে সকলের মন কেড়ে নিলেন ম্য়াঙ্গালোরের বছর ছাব্বিশের ক্রিকেটার।
শনিবার অর্থাৎ আজ সিডনি টেস্টের তৃতীয় দিনে মিড-অনে ফিল্ডিং করছিলেন রাহুল। মার্কাস হ্যারিসের নিচু হয়ে আসা ক্যাচ ডাইভ মেরেও তালুবন্দি করতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে রাহুল হাত নেড়ে জানিয়ে দেন যে, তিনি এই ক্যাচ ধরতে পারেননি। রবীন্দ্র জাদেজাকে কোহলি ১৫ নম্বর ওভারে এনেছিলেন। আর জাড্ডুর প্রথম বলেই তাঁকে স্টেপ-আউট করে মারতে গিয়ে বিপত্তি ডেকে এনেছিলেন অজি ওপেনার। রাহুলের এই সততায় মুগ্ধ হন অনফিল্ড আম্পায়ারা ইয়ান গোল্ড। তিনি শুধু থাম্বস আপই দেখাননি। হাতাতালি দিয়েই রাহুলকে কুর্ণিশ জানিয়েছেন।
আরও পড়ুন: পাণ্ডিয়ার সঙ্গে ‘ডেট’ করছেন রাহুল!
A good effort from Rahul and he immediately says it bounced. Great stuff. Umpire Gould a big fan of it #CloseMatters#AUSvIND | @GilletteAUpic.twitter.com/7nA0H5Lsc7
— cricket.com.au (@cricketcomau) January 4, 2019
হ্যারিস এই জীবনদান পেয়ে ১২০ বল খেলে ফেলেন। করেন ৭৯ রান। উসমান খোয়াজার সঙ্গে ৭২ রানের পার্টনারশি গড়েন ও পরে মার্নাস লাবুশাঁয়ের সঙ্গেও ৫৬ রান তোলেন স্কোরবোর্ডে। যদিও লাঞ্চের পরে জাদেজার হাতেই উইকেটটা দেন হ্যারিস। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ভিডিও টুইট করে রাহুলের প্রশংসা করা হয়েছে।