Indian Women's Football Team: বিশ্বকাপে খেলার হাতছানি ব্লু-টাইগ্রেসদের, কীভাবে কোয়ালিফাই করতে পারে ভারত?

Indian Women’s Football Team 2027 World Cup: ভারতীয় মহিলা ফুটবল দল ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপে খেলার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, ২০২৬ সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করার মাধ্যমে। 

Indian Women’s Football Team 2027 World Cup: ভারতীয় মহিলা ফুটবল দল ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপে খেলার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, ২০২৬ সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করার মাধ্যমে। 

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Women Football Team: প্রথম বার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ভারতের মহিলা ফুটবল দল

Indian Women Football Team: প্রথম বার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ভারতের মহিলা ফুটবল দল

Blue Tigresses FIFA World Cup 2027: অসাধ্যসাধন করেছে ভারতের মহিলা ফুটবলাররা। ভারতীয় মহিলা ফুটবল দল (Indian Women Football Team) ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপে (FIFA World Cup) খেলার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, ২০২৬ সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের (AFC Asian Cup) টিকিট নিশ্চিত করার মাধ্যমে। 

Advertisment

দ্য ব্লু টাইগ্রেসেস থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই সঙ্গে ব্লু টাইগ্রেসদের কোচ ক্রিসপিন ছেত্রী এবং ক্যাপ্টেন আশালতা দেবী হুঙ্কার ছুঁড়েছেন, এবার টার্গেট বিশ্বকাপ। আর তাঁদের হুঙ্কারে ভর করেই বিশ্বকাপ ফুটবলে ভারতের খেলার স্বপ্ন দেখা শুরু ভারতীয় ফুটবলপ্রেমীদের। ভারতের পুরুষ ফুটবল দল যা করে দেখাতে পারল না, সেই অসম্ভবকে সম্ভব করার আশায় সঙ্গীতা বাসফোররা। 

 

Advertisment
India Women Football Team 1: থাইল্যান্ডকে হারিয়ে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতের মেয়েরা
India Women Football Team 1: থাইল্যান্ডকে হারিয়ে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতের মেয়েরা

 

ভারত কি ফিফা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে? 

ভারত ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপে অংশগ্রহণকারী ১২টি দেশের একটি হিসেবে ইতিহাস গড়ার সুযোগ পেয়েছে। যদি তারা এই প্রতিযোগিতায় ভাল পারফর্ম করে, তবে প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে।

আরও পড়ুন ইতিহাস গড়ল ভারতের বাঘিনীরা, এশিয়ান কাপের টিকিট কনফার্ম টিম ইন্ডিয়ার

২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পদ্ধতিটি হবে এভাবে:

  • ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে (রাউন্ড-রবিন)।

  • প্রতিটি গ্রুপের টপার, রানার-আপ এবং সেরা দুটি তৃতীয় স্থানের দল কোয়ার্টার ফাইনালে যাবে।

  • কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সরাসরি ২০২৭ সালের ফিফা মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

  • কোয়ার্টার ফাইনালের পরাজিত দলগুলো নিজেদের মধ্যে প্লে-ইন ম্যাচ খেলবে এবং এই ম্যাচের বিজয়ীরা বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

  • প্লে-ইনের হারা দলগুলোর জন্য আরেকটি সুযোগ থাকবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফের মাধ্যমে যোগ্যতা অর্জন করার।

 

India Women Football Team 2: প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে ভারত
India Women Football Team 2: প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে ভারত

 

এশিয়ান কাপেই ভাল পারফর্ম করে ভারতের মেয়েদের সুযোগ রয়েছে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার। যেভাবেই হোক কোয়ার্টার ফাইনালে যেতে হবে সঙ্গীতা-আশালতাদের। কোয়ার্টার ফাইনাল জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাবে ব্লু-টাইগ্রেসরা।

এদিকে, থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় মহিলা ফুটবল দলকে বিরাট পুরস্কার দিচ্ছে ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মহিলা ফুটবল দলকে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দিচ্ছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪২.৭৫ লক্ষ টাকা। বিশ্ব ফুটবলে ৪৬ নম্বরে থাকা থাইল্যান্ডের মহিলা দলকে হারিয়ে এই পুরস্কার পাচ্ছে ৭০ নম্বরে থাকা ভারতীয় মহিলা ফুটবল দল। ফেডারেশন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছে।

FIFA World Cup AFC Asian Cup Indian Women Football Team