Indian Women Football Team: ইতিহাস গড়ল ভারতের বাঘিনীরা, এশিয়ান কাপের টিকিট কনফার্ম টিম ইন্ডিয়ার

AFC Asian Cup 2026 Qualification: মহিলাদের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়া। যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্য়াচে দেশের বাঘিনীরা ২-১ গোলে জয়লাভ করেছে।

AFC Asian Cup 2026 Qualification: মহিলাদের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়া। যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্য়াচে দেশের বাঘিনীরা ২-১ গোলে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Football Team (1)

থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলের পর ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাস

Indian Women Football Team: শনিবার (৫ জুলাই) দিনটা ভারতীয় ফুটবল (Indian Football) ইতিহাসে কার্যত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহিলাদের এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়া। যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। এই ম্য়াচে দেশের বাঘিনীরা ২-১ গোলে জয়লাভ করেছে। 

Advertisment

তবে এই ম্য়াচে আলাদা করে নজর কাড়লেন টিম ইন্ডিয়ার মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। ভারতের হয়ে দুটো গোলই তিনি করেছেন।

Indian Women Football Team: বাঘিনীদের গর্জনে তোলপাড়, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের দোরগোড়ায় ভারত

ম্য়াচের পর সঙ্গীতা বললেন, 'সবার আগে আমি তো আমার দলকে ধন্যবাদ জানাতে চাই। আজ ওদের জন্যই আমি জোড়া গোল করতে পেরেছি। ওরা না থাকলে, এটা কখনই সম্ভব হত না। পাশাপাশি এই দলের কোচিং স্টাফদেরও অসংখ্য ধন্যবাদ। দলের এই সাফল্যের পিছনে ওঁদের অবদানও অনস্বীকার্য।'

Advertisment

বিশ্বকাপ খেলাই লক্ষ্য, জানালেন সঙ্গীতা

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার লক্ষ্যই হল বিশ্বকাপ খেলা। আপাতত সেই লক্ষ্যের দিকে তাকিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।' সঙ্গীতার কথায়, 'পাশাপাশি টিম ইন্ডিয়ার সমর্থক এবং পরিবারকেও আমি ধন্যবাদ জানাতে চাই।'

India vs Mongolia: মঙ্গোলিয়াকে নিয়ে 'মেয়েখেলা', ১৩-০ গোলে জিতল ভারতের বাঘিনীরা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের এএফসি এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দল এখনও পর্যন্ত ৮ বার অংশগ্রহণ করেছে। কিন্তু, একবারও তারা যোগ্যতা অর্জনকারী পর্ব অতিক্রম করতে পারেনি। তবে ২০০৩ সালে এই টুর্নামেন্টের মূল পর্বে ভারতের মহিলা ফুটবলাররা একবার খেলতে নেমেছিল। কিন্তু, সেই সময় যোগ্যতা অর্জনকারী পর্বের কোনও অস্তিত্ব ছিল না।

২০২২ সালে ভারত এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছিল। কারণ এই টুর্নামেন্টের আসর ভারতেই বসেছিল।

২০২৬ সালে মহিলাদের এএফসি এশিয়ান কাপের আসর অস্ট্রেলিয়ায় বসবে। এরপর ২০২৭ সালে ব্রাজিলে বসবে মহিলাদের ফিফা বিশ্বকাপের আসর। সেখানে ভারত যোগ্যতা অর্জন করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Indian Football AFC Asian Cup Indian Women Football Team