Advertisment

Wriddhiman Saha's chat with Sourav Ganguly before retirement: সৌরভের সঙ্গে কথা বলেই বদল অবসরের সিদ্ধান্ত! বড় স্বীকারোক্তিতে ফাঁস টিম ইন্ডিয়া তারকার

Wriddhiman Saha on Bengal retirement: অবসরের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছিলেন সৌরভ, বড় তথ্য ফাঁস টিম ইন্ডিয়া তারকার। শোনালেন নতুন পরিকল্পনার কথা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India Team, Sourav Ganguly, ভারতীয় দল, সৌরভ গাঙ্গুলি,

India Team-Sourav Ganguly: ভারতীয় টেস্ট দলের ক্রিকেটাররা ও সৌরভ গাঙ্গুলি। (ছবি- টুইটার)

Wriddhiman Saha's chat with Sourav Ganguly before retirement: বিরাট সত্যি ফাঁস করলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। তিনি জানিয়েছেন, চলতি ঘরোয়া মরশুম শেষের পরই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেবেন। ঋদ্ধির কথায়, 'গত বছর থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসাটাই মরে গেছে।' তিনি আগেই অবসর নিতেন। কিন্তু, সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলার পরই মত বদলান। 

Advertisment

ত্রিপুরায় দু'বছর কাটানোর পর ঋদ্ধি চাইছিলেন জুনে ইডেন গার্ডেন তাঁর কেরিয়ারকে বিদায় জানাতে। কিন্তু, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা বলার পর তিনি মত বদলান। ইনজুরি থাকায় এই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়াও যে তাঁর পক্ষে সহজ হয়নি, সেকথাও জানিয়েছেন ঋদ্ধি। তিনি বলেছেন, 'আমি এবছর খেলতেই চাইছিলাম না। কিন্তু, সৌরভ গাঙ্গুলি আর আমার স্ত্রী আমাকে খেলার জন্য চাপ দেয়। ওঁরা বলল বলেই ত্রিপুরার থেকে বাংলায় ফিরলাম।'

নিজের রাজ্যে ফেরা সম্পর্কে ঋদ্ধি বলেছেন, 'একটা মনেরও তো ব্যাপার আছে। নিজের রাজ্যের সঙ্গে মানসিক যোগাযোগ তো অন্য ব্যাপার। তবে, আমি এখন আর টি২০ খেলব না। গুজরাট টাইটানসকে জানিয়েও দিয়েছি। রঞ্জি ট্রফিতেও মন দিতে চাই। গত বছর থেকেই আমি নিজেকে ক্রমশ সরিয়ে নিচ্ছি। শরীরের যা অবস্থা, তার ওপর ইনজুরি, গোটা মরশুমটাই খেলতে পারব না। তার মধ্যেই বাংলাকে যতটা পারব নেতৃত্ব দেব। চেষ্টা করব গোটা মরশুমটা খেলার। না-হলে ইডেনেই অবসর নিয়ে নেব।'

ঋদ্ধি ত্রিপুরায় থাকায় বহু খেলোয়াড় উপকৃত হয়েছেন। বিশেষ করে উইকেটরক্ষক-ব্যাটাররা। যেমন অভিষেক পোরেলকে দিল্লি ক্যাপিটালস রেখে দিয়েছে। শুধু অভিষেকই নন। ঋদ্ধি নিজেই বলেছেন, 'গত আইপিএলে ধ্রুব জুরেল আমার থেকে টিপস নিয়েছিল। ঋষভ পন্থের সঙ্গেও খেলেছি।' এখন তিনি নতুন খেলোয়াড়দের মধ্যেই নিজের সাফল্য খুঁজে পান বলে ঋদ্ধি জানিয়েছেন। 

রাহুল দ্রাবিড় তখন ভারতীয় দলের কোচ। ২০২১-এ দ্রাবিড়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সেই সময় দ্রাবিড় তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দলের জন্য তাঁকে আর ভাবা হচ্ছে না। সেই প্রসঙ্গে ঋদ্ধি বলেছেন, 'ওতেই যে আমি হতাশ হয়ে পড়েছি, তা না। আসলে, আমি খেলাটা কেন শুরু করেছিলাম? কারণ, ভালোবাসতাম। কিন্তু, গত বছর থেকে আর ভালো লাগছে না। তাই ছেড়ে দেওয়ার কথা ভাবছি। এই মরশুমের পরই অবসর নিতে চাই।'

আরও পড়ুন- অস্ট্রেলিয়া গিয়ে দুঃস্বপ্নের সকাল রাহুল, জুরেলদের, চুরমার টিম ইন্ডিয়া

ঋদ্ধি জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলিই তাঁকে বলেছিলেন যাতে তিনি বাংলার হয়ে খেলেই অবসর নেন। তিনি বাংলার ছেলে। এই বাংলা থেকেই তাঁর উত্থান। শেষ মরশুমে তিনি বাংলাকে ভালো কিছু দিতে চান বলেই জানিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এই প্রসঙ্গে ঋদ্ধি বলেন, 'আশা করি আমরা এবার রঞ্জি ফাইনালে উঠতে পারব। না পারলে, ইডেনই অবসর নিয়ে নেব।'

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Association Of Bengal Cricket News Sourav Ganguly Wriddhiman Saha retirement tripura
Advertisment