Advertisment

IND A vs AUS A: ০, ৪, ০, ৪! অস্ট্রেলিয়া গিয়ে দুঃস্বপ্নের সকাল রাহুল, জুরেলদের, চুরমার টিম ইন্ডিয়া

India A vs Australia A: অস্ট্রেলিয়া সফরের শুরুতেই টিম ইন্ডিয়ার বিপর্যয়। একমাত্র রুখে দাঁড়ালেন উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুবচাঁদ জুরেল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া,

India-Australia: প্রথম ইনিংসে মাত্র চার রানেই আউট হলেন কেএল রাহুল। (ছবি- বিসিসিআই)

India A vs Australia A Second Unofficial Text: অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)-এ অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভয়াবহ পতনের ছবি দেখালেন ভারতীয় এ দলের ব্যাটাররা। পরপর আউট হলেন- ০,৪,০,৪ রানে। এই ওপেনিং টেস্ট ম্যাচে কেএল রাহুল ও অভিমন্যু ইশ্বরন ব্যর্থ হলেও দাগ কাটলেন উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুবচাঁদ জুরেল। তিনি দুর্দান্ত অর্ধশতক করে লড়াইয়ের নেতৃত্ব দিলেও মাত্র ১৬ বলে আউট হয়ে যান চার জন প্রথমসারির ব্যাটার- কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, রুতুরাজ গায়কোয়াড় ও সাই সুদর্শন। 

Advertisment

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার টেস্ট সিমার মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড এরপরই মাত্র ১৬ বলে ভারতীয় এ দলের চার প্রথমসারির ব্যাটারকে ছিনিয়ে নেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ভারতের দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন কেএল রাহুল। চলতি সপ্তাহের শুরুতে তিনি ভারতীয় এ দলে ঢুকেছেন। কিন্তু, প্রথম টেস্ট-এর প্রথম ইনিংসে তিনি ব্যর্থতার নজির রাখলেন। 

দলে রাহুলকে মিডল-অর্ডারে রাখা হয়েছিল। কিন্তু, বর্ডার গাভাসকার ট্রফি টেস্ট-এ অধিনায়ক রোহিত শর্মা সম্ভবত থাকছেন না। সেখানে ভারত এ অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের বদলে কর্ণাটকের ব্যাটার রাহুলকে ওপেনার হিসেবে দেখে নিতে চাইছিলেন নির্বাচকরা। কিন্তু বোলান্ডের বলে মাত্র চার বল খেলেই রাহুল আউট হয়ে যান। বল রাহুলের ব্যাটের কোণায় লাগে। 

বোল্যান্ড এর আগেই জানিয়েছিলেন, মুখোমুখি হলে রাহুলের উইকেট তিনিই নেবেন। এই ব্যাপারে বোল্যান্ড বলেছিলেন, 'কয়েক বছর আগে ভারতে টেস্ট ম্যাচে ওঁকে বল করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ঘরের মাঠে ওঁর বিরুদ্ধে খেলতে পারলে ভালো লাগবে। ও একজন বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু, আমরা ভালো খেলতে জানি। আশা করি, ওকে টেক্কা দিতে পারব।'

পার্থ টেস্টে ওপেনি ব্যাটারের পজিশনে রাহুলের সঙ্গে টক্কর ছিল অভিমন্যু ইশ্বরনের। তিনি আবার প্রথম ওভারে নেসারের কাছে তিন বলে শূন্য রানে আউট হন। প্রথম ওভারের হ্যাটট্রিক করা নেসার সাই সুদর্শনকে প্রথম বলে আউট করেন। পরের ডেলিভারিতে ফিরিয়ে দেন রুতুরাজ গায়কোয়াড়কে।

আরও পড়ুন- বাংলাদেশকে শুইয়ে দিলেন আল্লাহ মহম্মদ গজনাফর! অশ্বিন ভক্ত ১৮ বছরের তারকার সামনে নুইয়ে গেল টাইগাররা

এই পরিস্থিতিতে দেবদত্ত পারিক্কল ও ধ্রুব জুরেল ভারতকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু, দ্বিতীয় সেশনের প্রথম দিকে পারিক্কল আউট হন। তিনি ছিলেন নেসের চতুর্থ শিকার। একমাত্র উইকেটরক্ষক-ব্যাটার জুরেল লড়ে যান। জুরেল এই একাদশে ঈশান কিষাণের জায়গায় ঢুকেছেন। তিনি অস্ট্রেলিয়া এ দলের দ্রুত থেকে সিম, সবরকম বলই রুখে দেন। অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম প্রথম শ্রেণির ইনিংসে ১১৮ বলে জুরেল অর্ধশতক পূর্ণ করেন। তার আগে ভারতের স্কোর ছিল সাত উইকেটে ১০৩।

Dhruv Jurel Indian Cricket Team Test cricket The Australian
Advertisment