Advertisment

Jay Shah Salary: BCCI-এ নিতেন না ১ টাকাও, ICC চেয়ারম্যান হয়ে প্রতিদিনই জয় শাহের বেতন হাজার হাজার, মাথা ঘোরাবে অঙ্ক

ICC chairman, Jay Shah Salary: আইসিসির সর্বেসর্বা হয়ে কত কোটি টাকা বেতন পাবেন জয় শাহ, জানলে ঘুম উড়ে যাবে

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah Salary as ICC chairman: আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ (বিসিসিআই টুইটার)

Jay Shah-ICC: আইসিসির পরবর্তী চেয়ারম্যান জয় শাহ। (ছবি- টুইটার)

Jay Shah salary as ICC chairman: আইসিসি চেয়ারম্যান হিসেবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের বেতন কত হবে? এনিয়ে এখন জল্পনা তুঙ্গে। জয় শাহ, বর্তমানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-এর সেক্রেটারি। ১ ডিসেম্বর তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান হবেন। এই খবর সামনে আসার পরই আইসিসিতে তাঁর বেতন কত হতে পারে, তা নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি এখন বিসিসিআইয়ে যতটুকু উপার্জন করেন, তার চেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে তাঁর বেতন কতটা বেশি হবে?

Advertisment

এক্ষেত্রে সত্যিটা হল, বিসিসিআই সেক্রেটারি হিসেবে জয় শাহ কোনও বেতন নেন না। তিনি একটি 'সম্মানসূচক' পদে আছেন। সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের ক্ষেত্রেও পদাধিকারীরা কোনও বেতন নেন না। বলা ভালো, তাঁদের কেউই মাসিক বেতন পান না। তাঁদের অবশ্য প্রতিদানে ভাতা দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট মিটিং বা সফরে যোগ দেওয়ার জন্য শাহ প্রতিদিন প্রায় ৮৪,০০০ টাকা পান। ভারতের মধ্যে মিটিংয়ের জন্য, তিনি প্রতিদিন ৪০,০০০ টাকা পান। তিনি বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণ করেন।

শাহ ভারতের মধ্যে কাজের সূত্রে ভ্রমণের জন্য দৈনিক ৩০,০০০ টাকা নেন। মিটিং হলে, তার টাকা আলাদা। বিসিসিআই দেশে এবং বিদেশে তাঁর সফরের জন্য সব সময় বিলাসবহুল হোটেলের স্যুট বুক করে। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় তিনি বিসিসিআইয়ের মতই স্যালারি পাবেন না। কিন্তু, ভাতা পাবেন। অঙ্কটা বিপুল বলেই আইসিসি তা খোলসা করতে নারাজ। 

আরও পড়ুন- জয় শাহ ICC চেয়ারম্যান হতেই ঘুম 'হারাম' পাকিস্তানের! বড় ট্রফির আয়োজনের স্বপ্ন ধুয়েমুছে একাকার

এই পরিস্থিতিতে আর একটা প্রশ্ন ঘুরেফিরে আসছে। তা হল, বিসিসিআই কি কর ছাড় পায়? বিসিসিআই (BCCI) আইটি (IT) আইনের ১১ ধারার অধীনে করছাড় পেত। যা বিসিসিআইকে দাতব্য ট্রাস্ট এবং প্রতিষ্ঠানের আইনের অধীনে সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের ওপর করপ্রদান থেকে অব্যাহতি দিত। কিন্তু, ২০১২ সালে, বিসিসিআই 'দাতব্য সংস্থা'র মর্যাদা হারিয়েছে। আয়কর বিভাগ এখন 'ব্যবসায়িক আয়'-এর আওতায় বিসিসিআইয়ের আয়ের মূল্যায়ন করে। বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। ফলে, সরকারেরও ভালোই রাজস্ব আয় হয়।

BCCI Jay Shah ICC
Advertisment