Advertisment

জয় শাহ ICC চেয়ারম্যান হতেই ঘুম 'হারাম' পাকিস্তানের! বড় ট্রফির আয়োজনের স্বপ্ন ধুয়েমুছে একাকার

Champions Trophy 2025: ICC চেয়ারম্যান হয়েছেন জয় শাহ, তারপরেই ঘুম বন্ধ হয়ে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah, Pakistan, জয় শাহ, পাকিস্তান

Jay Shah-Pakistan: পাকিস্তানের অনেকেই পরবর্তী আইসিসি চেয়ারম্যান হিসেবে ভারতের জয় শাহকে মেনে নিতে পারছেন না। (ছবি- টুইটার)

Jay Shah, ICC chairman, PCB, Champions Trophy, BCCI: ভারতের জয় শাহ আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় অনেকেই খুশি। কিন্তু, তাতে পাকিস্তানের টেনশন কয়েকগুণ বেড়ে গিয়েছে। জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়ার খবরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রধান মহসিন নকভির রাতের ঘুম উড়ে গিয়েছে। আইসিসির ওপর ভর করেই পাকিস্তান তাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চলেছে। তাতে ভারত আগেই বুঝিয়ে দিয়েছিল যে তারা আগের মতই রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান আইসিসিকে দিয়ে চাপ দিয়ে বিসিসিআইকে পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছিল। 

Advertisment

আগামী বছরই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা। বিসিসিআই যদি পাকিস্তানে ক্রিকেট খেলতে দল না পাঠায়, তবে পাকিস্তানের বিপুল আর্থিক ক্ষতি হবে। একইসঙ্গে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হবে আইসিসিও। এই পরিস্থিতিতে ভারতের ম্যাচগুলো বিকল্প স্থান হিসেবে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাপ্ত অর্থ শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ভাগ করে নিতে হবে পাকিস্তানকে। সেটা করতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ, তাদের আর্থিক অবস্থা এমনিতেই খারাপ। এই পরিস্থিতিতে কীভাবে টুর্নামেন্ট আয়োজন করে অর্থ রোজগার করা যায়, সেটাই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের লক্ষ্য। 

জয় শাহ এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান। পাশাপাশি, তিনি বিসিসিআইয়ের সেক্রেটারি। সেই শাহই পাকিস্তানকে এর আগে জানিয়ে দিয়েছিলেন যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দল পাকিস্তানে পাঠাবে না। যার তীব্র প্রতিবাদ করেছিল পাকিস্তান। তারা বলেছিল যে বিসিসিআইকে লিখিতভাবে জানাতে হবে যে তারা রাজনৈতিক কারণে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে পারছে না। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সেই হুমকিকে বিশেষ গুরুত্ব দেননি জয় শাহ। বিসিসিআইয়ে তিনি দণ্ডমুণ্ডের কর্তা। আর, তাঁর বাবা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে, জয় শাহর ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কোনও কথা বলার ক্ষমতা রাখেন না।

আরও পড়ুন- ICC চেয়ারম্যান হতেই জয় শাহকে তীব্র অপমান লঙ্কান সাংবাদিকের, ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেটমহল

এই পরিস্থিতিতে পিসিবি সম্প্রতি লাহোর এবং করাচিতে অনেক টাকা খরচ করে ফ্লাডলাইট লাগিয়েছে। লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। পাকিস্তানে একমাত্র সেটাই আইসিসির টুর্নামেন্ট। কিন্তু, ভারত সেখানে খেলতে না গেলে ম্যাচগুলোর আকর্ষণ আর তেমন থাকবে না। দর্শকও তেমন আসবে না। এই আশঙ্কাতেই এখন ভুগছে পাকিস্তান। কারণ, যাকে দিয়ে ভারতকে দল পাঠাতে রাজি করবে বলে পিসিবি ভাবছিল, সেই আইসিসির মাথাতেই এখন বসতে চলেছেন ভারতের জয় শাহ।

ICC Champions Trophy Pakistan Cricket Jay Shah
Advertisment