মিনার্ভা পাঞ্জাব-০
ইস্টবেঙ্গল-১ (এসকোয়েদা ৭৫')
আই-লিগ জমিয়ে দিল ইস্টবেঙ্গল। রবিবার মিনার্ভা পাঞ্জাবকে ১-০ হারিয়ে খেতাব জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল আলেসান্দ্রো মেনেন্দেজের লাল-হলুদ। ভারতসেরা হওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য এদিন ইস্টবেঙ্গলকে জিততেই হতো। ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত চেন্নাই। কিন্তু জিতে চেন্নাইকে চাপে রাখল ইস্টবেঙ্গল। এদিন পঞ্চকুলার তাউ দেবী লাল স্টেডিয়ামে ম্যাচের ৭৫ মিনিটে এনরিকে এসকোয়েদার গোলে পাঞ্জাবকে হারায় ইস্টবেঙ্গল। ফের একবার লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকেই চিফ পেট্রন হিসেবে চায় ইস্টবেঙ্গল
এই ম্যাচের পর আই-লিগ টেবিলের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, চেন্নাই-ইস্টবেঙ্গলের মধ্যে ফারাক এক পয়েন্টের। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট চেন্নাইয়ের। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট ইস্টবেঙ্গলের। এদিনের জয়ের পর টুর্নামেন্টের রঙটাই বদলে গেল। চ্যাম্পিয়নশিপের ভাগ্য গড়াল শেষ ম্যাচ পর্যন্ত। ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচে খেলতে হবে গোকুলামের বিরুদ্ধে। অন্যদিকে চেন্নাই খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে।
শেষ ম্যাচে চেন্নাই যদি পাঞ্জাবের সঙ্গে ড্র করে বা হেরে যায় এবং ইস্টবেঙ্গল যদি গোকুলামকে হারাতে পারে তাহলে আই-লিগ আসবে সেঞ্চুরির দোরগোড়ায় থাকা কলকাতার ক্লাবে। ফলে ইস্টবেঙ্গলকে জিতলেই হবে না, শেষ ম্যাচে ভাগ্যদেবীর সহায়তাও প্রয়োজন তাদের।